৭ম শ্রেণি গণিত । অধ্যায় -১.২। মূলদ ও অমূলদ সংখ্যা( সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন)
১।১,২,৩,৪,৫,৬…..ইত্যাদি ক্রমিক সাধারন সংখ্যা।
ক.৩ কে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কর।
খ.এমন দুটি ক্রমিক সাধারন সংখ্যা র্নিণয় কর যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা ।
গ.দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৫৭ হলে ,সংখ্যা দুটি র্নিণয় কর এবং এদের বর্গের সমষ্টি কত?
👉২। ৬২৫০৭ একটি সংখ্যা এবং ২ একটি ভগ্নাংশ ।
ক. মূলদ ও অমূলদ সংখ্যা কী?
খ. ২ কে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কর।
গ.বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগালে ৬২৫০৭ টি গাছ থেকে কতটি গাছ উদ্বৃত্ত থাকবে ?প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত?
👉৩। ১৮৮০ একটি সংখ্যা ।
গ. কমপক্ষে কতজন ছাত্র নতুন ভর্তি হলে সংখ্যাটিকে বর্গাকারে সাজানো যাবে ?
👉৪.সেনাবাহিনীর কোনো সৈন্যদলে ৬৫১২০১ জন সৈন্য আছে।
ক.৬ কে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কর।
খ.কমপক্ষে কতজন সৈন্য সরানো হলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে?
গ. কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে ?
👉৫.কোনো ক্লাবে যতজন সদস্য আছে তাদের প্রত্যেকে তত সাত পয়সা করে
চাঁদা দেওয়ায় মোট ৩৪৩০০ টাকা হলো।
ক.সদস্য সংখ্যা “ক” হলে ঐ ক্লাবে মোট চাদার পরিমাণ “ক” এর মাধ্যমে প্রকাশ কর।
খ. ঐ ক্লাবে মোট যতজন সদস্য আছে?
গ.যদি প্রত্যেক সদস্য তাদের সংখ্যার ৩ গুণ পয়সা চাদা দেয় তবে ঐ ক্লাবে মোট কত পয়সা চাঁদা পাওয়া যাবে , সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
👉৬.১৫২০ এবং ২১২০ দুটি সংখ্যা।
ক.বর্গ ও বর্গমূল কাকে বলে?
খ. ভাগের সাহায্যে ১ম সংখ্যাটির বর্গমূল র্নিণয় কর।
গ. ২য় সংখ্যাটির সাথে কত যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
👉৭।১,২,৩,৪,৫,৬…..ইত্যাদি ক্রমিক সাধারন সংখ্যা।
ক.৩ কে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কর
খ.এমন দুটি ক্রমিক সাধারন সংখ্যা র্নিণয় কর যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা
গ.দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ২৭ হলে ,সংখ্যা দুটি র্নিণয় কর এবং
এদের বর্গের সমষ্টি কত?
বহুনির্বাচনি প্রশ্ন
১.দশমিক ভগ্নাংশের কয়টি অংশ থাকে- ক.১ খ.২ গ.৩ ঘ.৪
২.দশমিক বিন্দুর বাম দিকের অংশ হচ্ছে-
ক.দশমিক অংশ খ.অখন্ড বা পূর্ণ অংশ গ.বর্গ ঘ.সংজোগ অংশ
৩.০.০০০১ এর বর্গমূল কত- ক.০.১ খ.০.০১ গ.০.০০১ ঘ.০.০০০০১
৪.কোনটি মূলদ - ক.১.৭৮৫ খ.২.৪৩৫৭…. গ.∙২ ঘ. ∙৭
৫.কোনটি অমূলদ - ক.১.৭৮৫ খ.২.৪৩৫ গ.∙৪ ঘ. ∙৭
৬.১২৩ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরানো
হলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে ?
ক.১ খ.২ গ.৩ ঘ.৪
৭. শূণ্য কি ধরনের সংখ্যা--
ক.দশমিক অংশ খ.মূলদ গ.বর্গ ঘ.সংজোগ অংশ
৮.০.৯ এর বর্গ কত- ক.০.৮১ খ.০.৩ গ.০.০৮১ ঘ.০.৯
৯.২৫ এর গুণনীয়ক গুলি হলো--
ক.১,২,৩ খ.২,৫,১ গ.১,৫,২৫ ঘ.১,৫,৩
১০।১.১০২৫ এর বর্গমূল কত- ক.০.১৫ খ.১.০৫ গ.০.০৫ ঘ.০.০০২৫
১১. ২ কে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কর।
ক.১.৫৯২ খ.১.৫৯১ গ.১.৫৯৩ ঘ.১.৫৯৪
১২. দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৩ হলে ,এদের
একটি ৭ হলে অপরটি কত?
ক.১ খ.৬ গ.৩ ঘ.৪
১৩। ২.৫ এর বর্গমূল কত-
ক.১.৫৮ খ.১.০৫ গ.০.০৫ ঘ.০.০০২৫
১৪.নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা-
ক.৫৯২ খ.২৫৬ গ.৫৯৩ ঘ.২৫৫
নিচের উদ্দিপক পড়ে ১৫-১৬ নং প্রশ্নের উত্তর দাও।
*কোনো বাগানে ১৮০০ টি গাছ আছে। বর্গাকারে লাঘাতে গিয়ে ৩৬টি গাছ বেশি হলো ।
১৫. বর্গাকারে লাঘাতে গিয়ে কত গুলো গাছ লাগবে?-
ক.১৭৬৪ খ.৬৫৬৭ গ.৩৯৮৭৪ ঘ.৫৬৬৪
১৬.প্রতিটি সারিতে গাছের সংখ্যা কত-
ক.৫৯ খ.২৫ গ.৫ ঘ.৪২
নিচের উদ্দিপক পড়ে ১৭-১৮ নং প্রশ্নের উত্তর দাও।
* দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৩
১৭.ছোট সংখ্যাটি কত ? - ক.১০ খ.৬ গ.৩ ঘ.৪
১৮.সংখ্যা দুটির বর্গের যোগফল কত?-
ক.১২১ খ.২২১ গ.৩ ২৩ ঘ.৪১২
১৯.কোনটি মূলদ
!.
!!.২.০৫
!!!. গ.∙২৫
২০.কোনটি মূলদ - ক.১.২৫ খ.২.৪৩৫৭…. গ.∙২ ঘ. ∙৭
2১. জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরানো হলে তাদেরকে
বর্গাকারে সাজানো যাবে ?
ক.১ খ.২ গ.৩ ঘ.৪
* দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৩
২২.ছোট সংখ্যাটি কত ? - ক.১০ খ.৬ গ.৩ ঘ.৪
২৩.সংখ্যা দুটির বর্গের যোগফল কত?-
ক.১২১ খ.২২১ গ.৩ ২৩ ঘ.৪১২
২৪.কোনটি মূলদ
!.
!!.২.০৫
!!!. গ.∙২৫
কোনটি ঠিক- ক.! ও !! খ.!! ও !!! গ.! ও !!! ঘ. !,!! ও !!!
ক.১২১ খ.২২১ গ.৩ ২৩ ঘ.৪১২
Letter of Application/Formal letter
ধ্বনি ও বর্ণের গুরুত্বপূর্ণ ৬০ টি প্রশ্ন ও উত্তর পর্ব-১।।Dhoni or burner important question part-1