এসএসসি পরীক্ষা (ভোকেশনাল) বাংলা চূড়ান্ত সাজেশন -২০২৬
নম্বর বন্টন
বিষয় |
মোট নম্বর |
ধারাবাহিক নম্বর |
চূড়ান্ত নম্বর |
বাংলা-২ |
১০০ |
৪০ |
৬০ |
বর্ণ প্রকরণ/ ধ্বণি ও বর্ণ যে কোনো পরীক্ষায় ১০০ % কমন নিশ্চিত।
প্রশ্নের ধারা ও মানবন্টন
বিভাগ |
বিষয়বস্তু |
প্রশ্নের সংখ্যা |
উত্তর দিতে হবে |
মান |
ক- বিভাগ |
গদ্য |
৪ টি |
৩ টি |
৫×৩=১৫ |
খ- বিভাগ |
কবিতা |
৪ টি |
৩ টি |
৫×৩=১৫ |
গ- বিভাগ |
উপন্যাস |
২ টি |
১ টি |
৫×১=৫ |
ঘ- বিভাগ |
ব্যাকরণ |
৬ টি |
৪ টি |
২.৫×৪=১০ |
|
চিঠিপত্র |
২ টি |
১ টি |
৫×১=৫ |
প্রবন্ধ রচনা |
৩ টি |
১ টি |
১০×১=১০ |
সহজ উপায়ে infinitive and gerund.Easy way to learn infinitive and gerund.
ক- বিভাগ( যে কোনো ৩ টি )
👉গদ্য :-
১.আম-আঁটির ভেঁপু
২.মানুষ মুহম্মদ।
৩.শিক্ষা ও মনুষত্ব।
৪. একাত্তরের দিনগুলি
Participle কি ? এটা চেনার উপায়।
খ- বিভাগ( যে কোনো ৩ টি )
👉কবিতা:-
১. মানুষ
২. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা।
৩.সেই দিন মাঠ
৪. জুতা আবিষ্কার
এস এস সি (দশম) পরীক্ষা ২০২৬ গণিত সাজেশন- (ভকেশনাল)
গ- বিভাগ( যে কোনো ১ টি )
👉 নাটক: বহিপীর
Gerund মাত্র ১টি টেকনিকে 100% কমন।
ঘ- বিভাগ
ব্যাকরণ ( যে কোনো ৪ টি )
১. শব্দ কাকে বলে? গঠন অনুসারে শব্দ কত প্রকার ও কি কি?
উদাহরণসহ ব্যাখ্যা কর?
২. শব্দ কাকে বলে ?অর্থ অনুসারে শব্দ কত প্রকার ও কি কি?
উদাহরণসহ ব্যাখ্যা কর।
৩. বিশেষ্য পদ কাকে বলে? এটা কত প্রকার ও কি কি? উদাহরণসহ
ব্যাখ্যা কর।
৪. ক্রিয়া কাকে বলে? সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পার্থক্য
লেখ?
৫. যতি বা ছেদ চিহ্ন কাকে বলে? বাংলা ভাষায় এর প্রয়োজনীয়তা
-ব্যাখ্যা কর।
৬. বাক্য কাকে বলে ?একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য
থাকা আবশ্যক ।-ব্যাখ্যা কর।
৭. বিভিন্ন কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও।
৮. কারক ও বিভক্তি নির্ণয়।
এই ১টি e-Mail পড়ুন । যে কোনো e-Mail লিখতে পারবেন।
দরখাস্ত। (যে
কোনো ১ টি )
১. কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন।
২. প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নিকট
দরখাস্ত লিখ।
৩. কোন সমস্যা নিরসনে পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।
Auxiliary Verb এর Exceptional discussion
প্রবন্ধ রচনা (যে
কোনো ১ টি )
১. কারিগরি শিক্ষা। ****
২.দেশ প্রেম।***
৩. শ্রমের মর্যাদা।**
৪. জুলাই বিপ্লব ২০২৫.**
প্রশ্নের সমাধান দেখুন---
আরো দেখুন---
২.স্বরসন্ধি মাত্র একটি ছকে। পর্ব -৪
৩.সহজ টেকনিকে স্বরসন্ধি। যে কোনো পরীক্ষায় ১০০% কমন। ইনশাল্লাহ।
৪.মাত্র একটি ছকে ব্যঞ্জন সন্ধি। যে কোনো পরীক্ষায় ১০০% কমন ।ব্যঞ্জন সন্ধি কাকে বলে ? এটা কত প্রকার ও কী কী? বিস্তারিত----