3612ed69-29e3-441e-ae49-76566a4b3971 ব্যঞ্জন সন্ধি কাকে বলে ? এটা কত প্রকার ও কী কী? বিস্তারিত----

ব্যঞ্জন সন্ধি কাকে বলে ? এটা কত প্রকার ও কী কী? বিস্তারিত----

 

মাত্র একটি ছকেই ব্যঞ্জন সন্ধি  

 

ব্যঞ্জন সন্ধি কাকে বলে ? এটা কত প্রকার ও কী কী? বিস্তারিত----

বাংলা ব্যাকরণের একটি অন্যতম আলোচ্য বিষয় সন্ধি ।এটি  ধ্বনিতত্ত্বে   আলোচিত  হয়েছে। আমরা জানি পাশাপাশি দুটি ধ্বনি মিলে সন্ধি হয়। তিন প্রকার সন্ধির মধ্যে ব্যঞ্জন সন্ধি  অন্যতম। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যঞ্জন সন্ধি আমরা গত পর্বে  বিসর্গ  সন্ধি আলোচনা করেছিএখানে প্রথমে সন্ধির সংজ্ঞা, সন্ধির প্রকার ও ব্যঞ্জন সন্ধি  মাত্র একটি  ছকের মাধ্যমেই  বিভাজন করব । ইনশাল্লাহ  


👉সন্ধির সংজ্ঞা:-

সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। এখানে সন্নিহিত শব্দের অর্থ দুই ততধিক কোনো কিছুতে মিল থাকা। তাই বলা যায়-পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।


 👉👉সন্ধির উদ্দেশ্য  বা প্রয়োজনিয়তা।

      ১. শব্দের উচ্চারণ সহজ হয়।

      ২.ধ্বনির মাধুর্যতা বৃদ্ধি পায়।

                

          👎সন্ধি তিন প্রকার।

                 ১. স্বর সন্ধি।

                 ২. ব্যঞ্জন সন্ধির

                ৩.বিসর্গ সন্ধি

       আমাদের আজকের আলোচ্য বিষয় একটি  ছকেই।

ব্যঞ্জন সন্ধি

 

           👉স্বরে –ব্যঞ্জনে ,ব্যঞ্জনে –স্বরে ও ব্যঞ্জনে- ব্যঞ্জনে যে সন্ধি হয় সেটা ব্যঞ্জন সন্ধি।

                ব্যঞ্জন সন্ধি ৩ প্রকার।

  • ব্যঞ্জন ধ্বনি+স্বর ধ্বনি।
  • স্বর ধ্বনি+ব্যঞ্জন ধ্বনি।
  • ব্যঞ্জন ধ্বনি+ব্যঞ্জন ধ্বনি।


নিচের ছকটি লক্ষ করুন। এখানেই সকল ব্যঞ্জন সন্ধি লুকিয়ে আছে।

ঙ/ং

ড/ড়

ঢ/ঢ়

ত/ৎ

  বিস্তারিত দেখুন 

   নিয়ম-১:-  ৩=১

    ছকের ৩ নং এর কোনো বর্ণ শব্দের মধ্যে থাকলে তার পরিবর্তে বা বাদ দিয়ে  ১ নং বর্ণ

     হবে।  

   অর্থাৎ,  

      👀 থাকলে হবে।   

      💧থাকলে হবে।

     💧ট থাকলে  ড/ড় হবে।

     👃ত/ৎ থাকলে  হবে।  

     💧 থাকলে  ব  হবে।

Word ও syllable নিয়ে বিস্তারিত বর্ণনা।

 

যেমন- 

  • দিগন্ত  = দিগ+অন্ত    ( কে বাদ দিয়ে ক হবে।)    =  দিক্+অন্ত
  • বাগীশ  = বাগ+ইশ    ( কে বাদ দিয়ে ক হবে।)    =  বাক্+ইশ
  • বাগাড়াম্বর = বাগ+আড়ম্বর    ( কে বাদ দিয়ে ক হবে।)    =  বাক্+আড়ম্বর
  • বাগধারা = বাগ+ধারা     ( কে বাদ দিয়ে ক হবে।)      =  বাক্+ধারা
  • বাগদত্তা = বাগ+দত্তা     ( কে বাদ দিয়ে ক হবে।)     =  বাক্+দত্তা
  • বাগদান = বাগ+দান     ( কে বাদ দিয়ে ক হবে।)     =  বাক্+দান
  • বাগজাল = বাগ+জাল    ( কে বাদ দিয়ে ক হবে।)     =  বাক্+জাল
  • বাগদেবী = বাগ+দেবী      ( কে বাদ দিয়ে ক হবে।)     =  বাক্+দেবী
  • দিগ্বিজয় = দিগ+বিজয়      ( কে বাদ দিয়ে ক হবে।)     =  দিক্+বিজয়
  • দিগনির্ণয় = দিগ+ নির্ণয়    ( কে বাদ দিয়ে ক হবে।)      =  দিক্+নির্ণয়
  • ণিজন্ত     = নিজ+অন্ত     ( কে বাদ দিয়ে  হবে।)       =  নিচ্+অন্ত
  • ষড়ানন   = ষড়+আনন     (কে বাদ দিয়ে হবে।)       =  ষট্+আনন
  • সুবন্ত = সুব+অন্ত       ( কে বাদ দিয়ে প হবে।)         =  সুপ+অন্ত
  • তদবধি= তদ+অবধি      ( কে বাদ দিয়ে ৎ হবে।)      =  তৎ+অবধি
  • তদন্ত= তদ+অন্ত     ( কে বাদ দিয়ে ৎ হবে।)        =  তৎ+অন্ত
  • কৃদন্ত= কৃদ+অন্ত     ( কে বাদ দিয়ে ৎ হবে।)    =  কৃৎ+অন্ত
  • সদানন্দ= বাগ+দান     ( কে বাদ দিয়ে ৎ হবে।)    =  কৃৎ+অন্ত
  • সদুপায়= সদ+উপায়       ( কে বাদ দিয়ে ৎ হবে।)    =  ৎ+উপায়
  • সদুপদেশ= সদ+উপদেশ   ( কে বাদ দিয়ে ৎ হবে।)    =  ৎ+উপদেশ  
  • উদঘাটন= উদ+ঘাটন  ( কে বাদ দিয়ে ৎ হবে।)    =  ৎ+ঘাটন 
  • উদ্যোগ= উদ+যোগ  ( কে বাদ দিয়ে ৎ হবে।)    =  ৎ+যোগ
  • সদগুরু= সদ+গুরু  ( কে বাদ দিয়ে ৎ হবে।)    =  ৎ+গুরু
  • উদগিরণ= উদ+গিরণ  ( কে বাদ দিয়ে ৎ হবে।)    =  ৎ+গিরণ
  • উদ্যম= উদ+দম     ( কে বাদ দিয়ে ৎ হবে।)    =  ৎ+দম
  • উদগার= উদ+গার     ( কে বাদ দিয়ে ৎ হবে।)=  উৎ+গার
  • উদ্ভব= উদ+ভব     ( কে বাদ দিয়ে ৎ হবে।)=  উৎ+ভব
  • জগদিন্দ্র = জগদ+ইন্দ্র    ( কে বাদ দিয়ে ৎ হবে।)=  জগৎ+ইন্দ্র
  • ষোড়শ= ষড়+দশ    ( কে বাদ দিয়ে ট হবে।)=  ষট+দশ 
  •  বিপৎসংকুল  বিপৎ+সংকুল   ( কে বাদ দিয়ে ৎ হবে।)=  বিপদ+সংকুল 
  • তৎসম   তৎ+সম  (  কে বাদ দিয়ে দ হবে।)=  তদ্+সম 
  • তৎকাল=  তৎ+কাল   কে বাদ দিয়ে দ হবে।)=  তদ্+কাল
  • ক্ষুৎপিপাসা= ক্ষূৎ+ পিপাসা   কে বাদ দিয়ে দ হবে।)=  ক্ষুদ+পিপাসা 
  • হৃৎকম্পহৃৎ+ কম্পন   কে বাদ দিয়ে দ হবে।)=  হৃদ্+কম্পন 
  • তত্ত্ব   =   তৎ+ ত্ব  কে বাদ দিয়ে দ হবে।)=  তদ্+ত্ব


ব্যতিক্রম--- 

  • কৃষ্টি= কৃষ+তি       
  • ষষ্ঠ=ষষ্+থ
  • যাচঞা= যাচ্+না
  • রাজ্ঞী=রাজ+নী
  • যজ্ঞ=যজ+ন

নিয়ম-২:-  ৫= ম

    ছকের ৫ নং এর কোনো বর্ণ শব্দের মধ্যে থাকলে তার পরিবর্তে বা বাদ দিয়ে  ম  বর্ণ

     ব্যবহার করতে হবে।  

   অর্থাৎ,  

 কোনো শব্দের মধ্যে   {ঙ/ং, ঞ, ন,ণ,ম  }থাকলে এদের পরিবর্তে  ম  হবে।   

যেমন---

  • শঙ্কা   =সং+কা    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+কা
  • সঞ্চয়   =সং+চয়    ং কে বাদ দিয়ে ম হবে।)   =  সম্+চয়
  • সন্তাপ   =সং+তাপ    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+তাপ
  • কিম্ভূত =কিম+ভূত    ম কে বাদ দিয়ে ম হবে।)  =  কিম্+ভূত
  • সর্ন্দশন =সন+দর্শণ   ন কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+দর্শণ
  • কিন্নর =কিন+নর    ন কে বাদ দিয়ে ম হবে।)  =  কিম্+নর
  • সম্মান =সম+মান    ম কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+মান
  • সন্ধান=সম+মান    ম কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+মান
  • সন্ন্যাস=সম+মান    ম কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+মান
  • সংগত=সম+মান    ম কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+মান
  • অহংকার  =অহং+কার    ং কে বাদ দিয়ে ম হবে।)   =  অহম্+কার
  • সংখ্যা=সং+খ্যা    ং কে বাদ দিয়ে ম হবে।)   =  সম্+খ্যা
  • সংকীর্ণ=সং+র্কীণ   ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+র্কীণ
  • সংগীত=সং+গীত    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+গীত
  • সংগঠন=সং+গঠন    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+গঠন
  • সংঘাত=সং+ঘাত    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+ঘাত
  • সংযম=সং+যম   ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+যম
  • সংলাপ=সং+লাপ    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+লাপ
  • সংহার=সং+হার    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+হার
  • সংশয়=সং+শয়    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+শয়
  • সংবাদ=সং+বাদ    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+বাদ
  • সংরক্ষণ=সং+রক্ষণ    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+রক্ষণ
  • সংসার=সং+সার    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+সার
  • বারংবার=বারং+বার    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  বারম্+বার
  • কিংবা=কিং+বা    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  কিম্+বা
  • সংবরণ=সং+বরণ    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+বরণ
  • সংযোগ=সং+যোগ    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+যোগ
  • সংযোজন=সং+যোজন   ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+যোজন
  • সংশোধন=সং+শোধন    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+শোধন
  • সর্বংসহা=সর্বং+সহা    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সর্বম্+সহা
  • স্বয়ংবরা=স্বয়ং+বরা    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সয়ম্+বরা
  • সম্রাট=সম+রাট    ং কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+রাট
  • সংস্কার=সংস+কার  ং,স কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+কার       [ বিশেষ নিয়ম]
  • সংস্কৃত=সংস+কৃত   ং,স ,কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+কৃত     [ বিশেষ নিয়ম]
  • সংস্কৃতি=সংস+কৃতি    ং,স কে বাদ দিয়ে ম হবে।)  =  সম্+কৃতি    [ বিশেষ নিয়ম]

Verb কাকে বলে,কত প্রকার ও কি কি ? বিস্তারিত----এই লিংক দেখুন


নিয়ম-৩:-  চ্ছ= ছ

   যুক্ত বর্ণের মধ্যে   চ্ছ= (চ+ছ) থাকলে + এর আগের অংশের  বাদ যাবে এবং + এর পরের অংশে   থেকে যাবে। 

যেমন-

  • একচ্ছত্র  = একচ+ছত্র   চ কে বাদ দিয়ে  হবে।)  = এক+ছত্র
  • কথাচ্ছলে= কথাচ+ছলে   চ কে বাদ দিয়ে  হবে।)  = কথা+ছলে
  • পরিচ্ছদ= পরিচ+ছদ   চ কে বাদ দিয়ে  হবে।)  = পরি+ছদ
  • মুখচ্ছবি= মুখচ+ছবি   চ কে বাদ দিয়ে  হবে।)  = মুখ+ছবি
  • বিচ্ছেদ= বিচ + ছেদ   চ কে বাদ দিয়ে  হবে।)  = বি +ছেদ
  • অঙ্গচ্ছেদ= অঙ্গচ + ছেদ   চ কে বাদ দিয়ে  হবে।)  = বি +ছেদ
  • প্রতিচ্ছবি= প্রতিচ + ছবি   চ কে বাদ দিয়ে  হবে।)  = প্রতি+ছবি
  • প্রচ্ছদ= প্রচ + ছেদ      চ কে বাদ দিয়ে  হবে।)  = প্র+ছেদ
  • আচ্ছাদন= আচ + ছাদন   চ কে বাদ দিয়ে  হবে।)  = আ +ছাদন
  • অনুচ্ছেদ= অনুচ + ছেদ   চ কে বাদ দিয়ে  হবে।)  = অনু +ছেদ
  • স্বচ্ছন্দে= স্বচ + ছন্দে   চ কে বাদ দিয়ে  হবে।)  = স্ব +ছন
  • বৃক্ষচ্ছায়া= বৃক্ষচ + ছায়া   চ কে বাদ দিয়ে  হবে।)  = বৃক্ষ +ছায়া

        ব্যতিক্রম--- 

  1. উচ্ছ্বাস=উৎ+শ্বাস
  2. চলচ্ছক্তি=চলৎ+শক্তিি
  3. উচ্ছৃঙ্খল=উৎ+শৃঙ্খল

  আরো দেখতে পারেন

নিয়ম-৪:-  চ্চ,জ্জ,ড্ড, দ্দ,ল্ল,দ্ধ,ন্ন,ন্ম,চ্ছ,দ্ধ = ৎ/দ (উচ্চারণের উপর এটা নির্ভর করবে)  

 কোনো শব্দের মধ্যে  যুক্ত বর্ণ {চ্চ,জ্জ,ড্ড, দ্দ,ল্ল,দ্ধ,ন্ন,ন্ম,থাকলে + এর আগের অংশের (চ,জ,ড,দ,ল,ধ,ন,চ) বাদ যাবে বা পরিবর্তে  দ/ৎ  হবে এবং + এর পরের অংশের  চ,জ,ড,দ,ল,হ,ন,ছ থেকে যাবে।  

যেমন-

  1. সচ্চিন্তা  =সচ+চিন্তা    চ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = সৎ +চিন্তা
  2. উচ্ছেদ = উচ+ছেদ    চ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +ছেদ
  3. বিপচ্চয় =বিপচ+চয়    চ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = বিপদ +চয় (উচ্চারণে নয় হবে)
  4. বিপচ্ছায়া =বিপচ+ছায়া   কে বাদ দিয়ে  ৎ হবে।)  = বিপদ +ছায়া (উচ্চারণে নয় হবে)
  5. উচ্চারণ = উচ+চারণ    চ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +চারণ
  6. শরচ্চন্দ্র = শরচ+চন্দ্র    চ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = শরৎ +চন্দ্র
  7. সচ্চরিত্র = সচ+চরিত্র    চ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = সৎ +চরিত্র
  8. তচ্ছবি = তচ+ছবি    চ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = তৎ +ছবি
  9. সজ্জল = সজ+জল    কে বাদ দিয়ে  ৎ হবে।)  = সৎ +জল
  10. বিপজ্জাল = বিপজ+জাল    কে বাদ দিয়ে  ৎ হবে।)  = বিপদ +জাল(উচ্চারণে  নয়  হবে)
  11. কুজ্ঝটিকা = কুজ+ঝটিকা    জ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = কুৎ +ঝটিকা
  12. উজ্জ্বল = উজ+জ্বল    জ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +জ্বল
  13. তজ্জন্য= তজ+জ্বল    জ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = তৎ +জন্য
  14. যাবজ্জীবন= যাবজ+জীবন    জ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = যাবৎ +জীবন
  15. জগজ্জীবন= যগজ+জীবন    জ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = যগৎ +জীবন
  16. উড্ডয়ন= উড+ডয়ন    ড কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +ডয়ন
  17. উদ্দীন= উদ+দীন  দ  কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +দীন
  18. উদ্ধার= উদ+হার    দ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ+হার     (উচ্চারণে  নয়  হবে)
  19. পদ্ধতি= পদ+হতি    দ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = পৎ +হতি   (উচ্চারণে  নয়  হবে)
  20. উদ্ধৃতি= উদ+হৃতি   দ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +হৃতি   (উচ্চারণে  নয়  হবে)
  21. উদ্ধত= উদ+হত   দ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +হত   (উচ্চারণে  নয়  হবে)
  22. তদ্ধিত= তদ+হিত   দ কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +হিত   (উচ্চারণে  নয়  হবে)
  23. উল্লাস= উল+লাস   ল কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +লাস
  24. উল্লেখ= উল+লেখ    ল কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +লেখ
  25. উল্লেখ্য= উল+লেখ্য    ল কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +লেখ্য
  26. উল্লিখিত= উল+লিখিত    ল কে বাদ দিয়ে  ৎ হবে।)  = উৎ +লিখিত

Object ও Cognate Object কাকে বলে? Object এর প্রকার এবং ব্যবহার।

       👄নিপাতনে সিদ্ধ সন্ধি ( যে সন্ধি  নিয়মানুসারে হয় না।)


  •  আচ্ছর্য = আ+চর্য
  • গোষ্পদ =গো+পদ
  • বনস্পতি=বন+পতি
  • বৃহস্পতি=বৃহৎ+পতি
  • তস্কর=তৎ+কর
  • পরস্পর=পর+পর
  • মনীষা=মনস+ইষা
  • ষোড়শ=ষট্+দশ
  • একাদশ=এক+দশ
  • পতঞ্জলি=পতৎ+অঞ্জলি
  • উত্থাপন=উৎ+স্থাপন
  • পরিষ্কার=পরি+কার
  • উত্থান=উৎ+স্থান
  • পরিষ্কৃত=পরি+কৃত



                                 সংক্ষিপ্ত প্রশ্ন  ও উত্তর

১.সন্ধি কাকে বলে ?
   উত্তর:সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। এখানে সন্নিহিত শব্দের অর্থ দুই ততধিক কোনো কিছুতে মিল থাকা। তাই বলা যায়-পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।

২.সন্ধি কত প্রকার ও কী কী ?
উত্তর:-  সন্ধি তিন প্রকার।

                 ১. স্বর সন্ধি।

                 ২. ব্যঞ্জন সন্ধির

                ৩.বিসর্গ সন্ধি 

৩.ব্যঞ্জন সন্ধি কাকে বলে?

উত্তর:-স্বরে –ব্যঞ্জনে ,ব্যঞ্জনে –স্বরে ও ব্যঞ্জনে- ব্যঞ্জনে যে সন্ধি হয় সেটা ব্যঞ্জন সন্ধি।

৪.সন্ধির উদ্দেশ্য  বা প্রয়োজনিয়তা কী?

উত্তর:-১. শব্দের উচ্চারণ সহজ হয়।      ২.ধ্বনির মাধুর্যতা বৃদ্ধি পায়।

৫.বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কর।

  উত্তর:-  বন+পতি


আরো দেখুন----

  Subject and Predicate কাকে বলে? এর বিস্তারিত ।

সত্যের বাস্তবতা একটি বাস্বব সম্মত লেখা পড়তে পারেন




Post a Comment (0)
Previous Post Next Post