নবম-দশম।উপপাদ্য-৯।অধ্যায়-৬। যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে।



একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে।
নবম-দশম।উপপাদ্য-৯।অধ্যায়-৬।
 যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। 



প‌্রশ্ন-২:
যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। উপ-৯

বিশেষ নির্বচন:- মনে করি , দুটি ত্রিভুজABC এবং DEF

এর মধ‌্যে

AB=DE , AC=DF , এবং BC=EF

প্রমাণ করতে হবে যে, ABC  DEF


অঙ্কণ:- BC বাহু এবং EF বাহু যথাক্রমে ABC  এবং DEF এর বৃহত্তম বাহু। এখন ABC   কে DEF এর উপর এমন ভাবে স্থাপন করি যেন B বিন্দু BC বাহুর উপর পড়ে এবং  E বিন্দু EF বাহুর উপর পড়ে। BC বাহুর যে পাশে D বিন্দু আছে A বিন্দু তার বিপরীত পাশে পড়বে। G বিন্দু A বিন্দুর নতুন অবস্থান।

যেহেতু, BC=EF সুতরাং C বিন্দু F বিন্দুতে পড়বে । তাহলে EGF  ABC এর নতুন অবস্থান । তাই বলা যায়,  AB=EG , AC=FG এবং EGF =ABC , D G যোগ করি।


প্রমাণ:- (১) EGD   ED = EG  [ AB= EG]

              EGD = EDG  [ সমান সমান বাহুর বিপরীত কোনদ্বয় সমান]-------(!)

    

             (২) FGD   FD = FG  [ AC= FD]

              FGD = FDG [ সমান সমান বাহুর বিপরীত কোনদ্বয় সমান]-------(!!)

              (৩)    (!) ও (!!) যোগ করি

                 EGD + FGD = EDG  + FDG

                 বা, EGF = EDF

                র্অথাৎ, ABC = EDF

                অতএব, ABC   এবং DEF এর মধ‌্যে

              AB=DE এবং AC=DF এবং অর্ন্তভুক্ত কোণ BAC = EDF

              ABC  DEF ( প্রমাণীত)


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন