3612ed69-29e3-441e-ae49-76566a4b3971 Verb কাকে বলে ,কত প্রকার ও কি কি ? বিস্তারিত--

Verb কাকে বলে ,কত প্রকার ও কি কি ? বিস্তারিত--

 

Verb কাকে বলে,কত প্রকার ও কি কি ? বিস্তারিত----

 পর্ব-১

   





 
Verb কাকে বলে ,কত প্রকার ও কি কি ? বিস্তারিত--
Verb কাকে বলে ? কত প্রকার ও কি কি?

Verb বা (ক্রিয়া)
হল ইংরেজি বাক্যের প্রাণ। Sentence এ Verb বা (ক্রিয়া)  না থাকলে আমরা মনরেভাব সঠিকভাবে প্রকাশ করতে পারিনা( লিখিত মাধ্যমে)। তাই বলা যায় যে, Verb এবং Verb এর বিভাজন ও Verb বা (ক্রিয়া)  এর ব্যবহার সম্পর্কে পূর্নাঙ্গ ও পরিস্কার জ্ঞান রাখা খুবই জরুরী। আমাদের অনেকেরই Finite Verb, Non-Finite Verb, Principal Verb, Auxiliary Verb, Transitive Verb, Intransitive Verb etc  সম্পর্কে পূর্নাঙ্গ ও পরিস্কার জ্ঞান নাই। এমনকি, Verb এর ব্যবহার  সহ কিছু গুরত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আমরা প্রায়ই সমস্যায় পড়ে থাকি। এই লেখায় Verb বা (ক্রিয়া) কি, কাকে বলে, এর প্রকার ও এর ব্যবহার সম্পর্কে পরিস্কার ও Verb বা (ক্রিয়া)  সংক্রান্ত সমস্যাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ

Verb বা (ক্রিয়া) কি?

Verb কে বাংলায়  ক্রিয়া বলা হয়। লিখিত মাধ্যমে Verb বা (ক্রিয়া)  ছাড়া কোনো বাক্যই( বাংলা বা ইংরেজি) গঠিত হতে পারে না। মৌখিক মাধ্যমে Verb বা (ক্রিয়া)  ছাড়া  বাক্য( বাংলা বা ইংরেজি) গঠিত হতে পারে এই লিংকে বিস্তারিত দেখুন--

 

Verb বা (ক্রিয়া)

 

Verb বা (ক্রিয়া)

 

Finite Verb. সমাপিকা ক্রিয়া।

 

 

Non-Finite Verb. সমাপিকা ক্রিয়া।

 

1.Principal Verb প্রধান ক্রিয়া

2.Auxiliary Verb সাহায্য কারি ক্রিয়া

 

1.Gerund

2.Infinitive

3.Participle

 

 

1.Principal Verb প্রধান ক্রিয়া

 

           Participle

1.Transitive Verb

সকর্মক ক্রিয়া

2.Intransitive Verb

অকর্মক ক্রিয়া

 

1.Present Participle

 

2.Auxiliary Verb সাহায্য কারি ক্রিয়া

 

2. Past Participle

3. . Perfect Participle

1. Primary Auxiliary

2. Modal Auxiliary

 

 

 

Am,is,are,was,were,have,

has,had, Do,does,did

Can,could,may,might,will,would,

Shall,should,must,ought to,be going to

 

 

 

 

 Parts of speech এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো Verb বা (ক্রিয়া)   যে বা শব্দ দ্বারা মনের ভাব প্রকাশ করা হয়, সেটাই Verb বা (ক্রিয়া) । এছাড়াও আরো বলা যায় যে, যে বা শব্দ দ্বারা কোনো কিছু করা ,যাওয়া, হওয়া,ইত্যদি বুঝায় সেটাই  Verb বা (ক্রিয়া 

Verb বা (ক্রিয়া) এর প্রকার ভেদ---

 

Verb বা (ক্রিয়া) প্রধানত ২ প্রকার।

  1. Finite Verb. সমাপিকা ক্রিয়া।
  2. Non-finite Verb. অসমাপিকা ক্রিয়া।

1.Finite Verb (সমাপিকা ক্রিয়া) :

যে Verb দ্বারা কোন Sentence-এ বক্তার বক্তব্য শেষ করে বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটাই Finite Verb (সমাপিকা ক্রিয়া) । 

যেমন:

  • He plays Football.
  • They read the book.
  • Surayia gave me a gift.
  • I saw him to go to school.

এখানে plays, read,saw ও gave  হচ্ছে Finite Verb কারন বাক্যের সাব্জেক্ট He, They ,Surayia এদের মনরে ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করছে।

Finite Verb এর বৈশিষ্ট্য:-

  • Number অনুসারে  পরির্বতন হয় ।
  • Person অনুসারে  পরির্বতন হয় ।
  • Tense অনুসারে  পরির্বতন হয় ।

যেমন:-

  • He gives me a pen.
  • They give me a pen.
  • Mitu gave me a pen. 

এখানে gives,gave  হচ্ছে Finite Verb কারন Person,Number,tense  অনুযায়ি Verb gives ও gave   এর পরিবর্তন  হয়েছে।


Finite Verb দুই প্রকার।

Read more letter-vowel-consonant-semi-vowel

  1. Principal Verb প্রধান বা মূল ক্রিয়া
  2. Auxiliary Verb সাহায্য কারি ক্রিয়া।

1.Principal Verb প্রধান বা মূল ক্রিয়া

 যে Verb অন্য কোন Verb-এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Verb বলে।

যেমনঃ

  • I read in class ten.
  • I write a letter.
  • They love me.
  • We learn English.
  • Honey is a good girl.
  • Tania goes to school.

এখানে read ,write,love,learn,is,goes হচ্ছে Principal Verb. কারন এরা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে অন্য Verb এর সাহায্য লাগে না।

Principal Verb কে আবার  দুই ভাবে ভাগ করা যায়।

  1. Transitive Verb.( সকর্মক ক্রিয়া)
  2. Intransitive Verb. .( অকর্মক ক্রিয়া )

1.Transitive Verb (সকর্মক ক্রিয়া):

যে Verb একাকী Sentence-এর অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করার জন্য অন্য কোনো Word এর সাহায্য  গ্রহন করতে হয়, তাকে Transitive Verb বলে।এক কথায়, যে Verb এর Object থাকে সেটা Transitive Verb (সকর্মক ক্রিয়া)। এছাড়াও (কি বা কাকে) দ্বারা প্রশ্ন করেও এটা পাওয়া যায়।  

যেমনঃ

  • They play Cricket.
  • Raju helps me.
  • She is writing a letter.
  • I bought a pen.
  • They know Shamim.


এখানে play, helps, writing, bought, know হচ্ছে Transitive Verb. কারন এখানে Verb এর পর সরাসরি Object এসেছে।(কি বা কাকে) দ্বারা প্রশ্ন করেও  Object এসেছে। যেমন:-

(ব্যাখ্যা):-কি খেলে= Cricket. কাকে সাহায্য করে- me.  কি লিখচ্ছে= a letter. কি কিনেছিল= a pen. কাকে দেখে =Shamim.


Transitive Verb.( সকর্মক ক্রিয়া) Intransitive Verb. .( অকর্মক ক্রিয়া )


2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া):

 word-syllable

যেসব Verb-এর Object থাকে না বা Object এর প্রয়োজন হয় না সে সব Verb-কে Intransitive Verb বলে।

আরো বলা যায় ,যেসব Verb- এর  অর্থ প্রকাশে Subject ছাড়া আর কোনো Word বা শব্দের প্রয়োজন হয় না  সেটা Intransitive Verb.

(N.B) এই সকল Verb এর পরে  Adverb বসে। 

যেমনঃ

  • The boy walks slowly. ( ছেলেটি ধিরে ধিরে হাটে)
  • The bird is flying in the sky. ( পাখিটি আকাশে ওড়ে)
  • I go there.
  • They come here.
  • We live in a Village.

Intransitive Verb এর তালিকা 

 Walk, live, go, come, arrive, happen, sleep, smell ,order, etc

এখানে Object ছাড়াই বাক্যগুলোর অর্থ সম্পন্ন হয়েছে তাই এগুলো Intransitive Verb.

(N.B) এই সব Verb-এর পর আমরা সরাসরি Object বসাতে পারি না। আর, যদি Object বসাতেই হয় তবে তার পূর্বে Preposition বসাতে হবে।


যেমনঃ

  • I go there with Raisa.
  • We live in a Village with my mother.
  • Please, listen to me.

(N.B) এই সকল Verb কে (Where) কোথায়, (When)কখন, (How)কিভাবে,কি রুপে,কেমন করে ইত্যদি দ্বারা প্রশ্ন করে পাওয়া যায়। এই ভাবে প্রশ্ন করে Adverb পাওয়া যাবে।

আগামি পর্বের আলোচ্য বিষয়-

  1. Auxiliary Verb 
  2. Non-Finite Verb. 
  3. Cognate verb
  4. Quasi-Passive verb
  5. Reflexive verb
  6. Impersonal verb
  7. Causative verb ইত্যদি
  8. Cognate verb


  প্রশ্ন ও উত্তর

1. Whish is the main part of a sentence?

(a) Noun (b) Verb (c) Adverb (d) Adjective

2.He runs fast. What kind of verb "rauns" is---? 

(a) Noun (b) Transitive Verb (c) Adverb (d) Intransitive Verb

3. I go there. What kind of verb "go" is---? 

(a) Noun (b) Transitive Verb (c) Adverb (d) Intransitive Verb

4. They are going to School.What kind of verb "are" is---? 

(a) Auxiliary Verb (b) Non-Finite Verb (c) Principal verb (d) Intransitive Verb

5. Which verb is not changed by number ?

(a) Auxiliary Verb (b) Non-Finite Verb (c) Principal verb (d) Intransitive Verb

6. Which sentence is used transitive Verb?

(a) The dog barks.              (b) She dances well

(c) They eat pizza                (d) He runs fast.

7. Which sentence does not contain an  intransitive Verb?

(a) The dog barks.              (b) She dances well

(c) They eat pizza                (d) He runs fast.

8. Identify the intransitive verb.

(a) He reads the book.              (b) She dances a hearty dance.

(c) They eat pizza                (d) He runs fast.

9. Identify the transitive verb.

(a) He reads the book.              (b) She dances a hearty dance.

(c) They order to go.                (d) A+B

10. Which is the following  example of an transitive verb?

(a) read (b) happen (c) sleep (d) arrive

 💖

Answer- 1. b  2.d  3.d  4.a  5.b 6.c 7.c 8.d 9.c 10. a


Read more

Read about Reality 


The end




1 Comments

Post a Comment
Previous Post Next Post