3612ed69-29e3-441e-ae49-76566a4b3971 Subject and Predicate কাকে বলে? এর বিস্তারিত ।

Subject and Predicate কাকে বলে? এর বিস্তারিত ।

   Subject and Predicate কাকে বলে? এর বিস্তারিত ।


Subject and Predicate


 বাক্য গঠনে Subject and Predicate গুরুত্ব বহন করে।  Subject and Predicate নিয়ে আলোচনার পূর্বে আমাদের 
Sentence  সর্ম্পকে ধারণা থাকা অপরিহার্য । সুতরাং আমরা এই পর্বরে আলোচনাটা  ৩ টি ধাপে করার চেষ্টা করব। প্রথমে Sentence এর পরিচয় থাকবে এবং এর  পর পর্যায় ক্রমে Subject and Predicate.

 Sentence এর পরিচয়:-

পরিপূর্ণ  বা স্পষ্ট অর্থ প্রকাশ করে এমন শব্দসমষ্টিকে Sentence বা বাক্য বলে ।

আবার অন্যভাবে বলা যায়-
এক বা একাধিক অর্থপূর্ণ
Word or Words অর্থাৎ শব্দ বা শব্দসমষ্টি ,পাশাপাশি বসে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে সেটা Sentence বা বাক্য । তাহলে দেখতে পাচ্ছি একটি বাক্য গঠনে এই তিনটি উপাদান প্রয়োজন-

1.অর্থপূর্ণ শব্দ ।
2.পাশাপাশি অবস্থান করা।
3.সম্পূর্ণ বা 
স্পষ্ট ভাবে মনের ভাব প্রকাশ করা।

যেমন- Rahim reads the book.
In the morning ,I go to walk in the field daily.
I like to learn English grammar.


আসুন দেখি এই তিনটি বাক্য একটি সার্থক বাক্য তৈরির শর্ত পূরণ করেছে কিনা ।
এখানে তিনটি বাক্যে অনেকগুলো words ব্যবহার হয়েছে, পাশাপাশি বসেছে এবং সম্পূর্ণ অর্থ বা ভাব প্রকাশ করেছে ।

মনের ভাব প্রকাশের বিভিন্ন মাধ্যম রয়েছে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো—

১. Written Method. লিখিত মাধ্যম ।

২. Spoking Method. মৈখিক মাধ্যম।

(N.B) Written English বা লিখিত মাধ্যমে মনের ভাব প্রকাশ এর  ক্ষেত্রে বাক্য তৈরিতে Verb অপরিহার্য। কিন্তু Spoking English বা মৈখিক মাধ্যমে  মনের ভাব বলে বা মৈখিক ভাবে প্রকাশ এর  ক্ষেত্রে বাক্য তৈরিতে Verb বা ক্রিয়া অপরিহার্য নয়।

 

একটি Sentence ২ ভাবে গঠিত হয়---

1.      Single Word . একটি মাত্র শব্দ দ্বারা ।

একটি মাত্র শব্দ দ্বারা গঠিত Sentence হলো---

যেমন- Yes, No, Thanks, Good, Bad, Go, Come, Stop, etc

2.      Multi- Word. একের বেশি শব্দ দ্বারা.

        Multi শব্দের অর্থ  হলো  বহু। 

       একের বেশি শব্দ দ্বারা গঠিত Sentence বা Multi- Word দ্বারা গঠিত Sentence আবার ২ ভাবে গঠিত হয়---

With Verb (Written English)

Without Verbs (Spoking English)

What’s your name?

Shamim.

Are you mad?

No.

Who is reading?

Rana.

Have you taken any food?

Not at all.

Will you come with me?

Why not?

See you soon.

All right.

Why do you kill the bird?

So What?








1.With Verb. Verb সহ (Written English এটা প্রযোজ্য)

2.Without Verbs. Verb ছাড়া।(Spoking English এটা প্রযোজ্য)

 এখানে Without শব্দের  অর্থ ছাড়া বা ব্যতিত। 

আমরা উপরের ছকে Written English এবং Spoking English  এর মধ্যে কিছুটা পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও কিছু বাস্তব উদাহরণ হলো--



যেমন:-আপনি কাউকে একটি বই দেখিয়ে বললেন বা বইটি নেওয়ার বা দেখার জন্য বললেন--  Book , please. এটা Spoking English-এ  সঠিক হলেও Written English-এ কিন্তু আপনাকে বলতে হবে give me the book, please. বা show me your book, Please. আবার বাসের টিকিট পরীক্ষক আপনাকে  please, show me your ticket না বলে শুধু বললেন Spoking English  এ বললেন

 Ticket ,please.

যাই হোক লিখিত ইংরেজিতে আমরা প্রায়ই বাক্যের পূর্ণরূপ ব্যবহার করি। যার কিছু গঠন পদ্ধতি রয়েছে।

আমরা যা বলি বা লিখি এমন Sentence এর দুটি অংশ রয়েছে।


1.Subject বা উদ্দেশ্য
2.predicateবা বিধেয়

                                       1.Subject বা উদ্দেশ্য

বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় বা বাক্যের কাজ যে করে সেই Subject। Subject সর্বদা মূলভাবের আগে অর্থাৎ Sentence  প্রথমে বসে।

Subject

predicate

A girl

Lived in a city.

Her mother

Goes to school with her.

He

Played football.

(N.B) এখানে Girl, mother, he হলো মূল Subject. এটাকে বলেt Proper Subject .”A” “ her ” হলো  Subject  এর বাড়তি অংশ । এই জন্য এর নাম Adjuncts to Subject বা অতিরিক্ত বা উপরি কর্তা।

এখানে Adjunct শব্দের অর্থ অতিরিক্ত বা উপরি বা সংযোজন বা সম্প্রসারণ।

(N.B) তবে কখনো কখনো বাক্যের কোন বিশেষ অংশকে জোর দেওয়ার জন্য Subject এর আগে সমগ্র Predicate বা Predcate এর কিছু অংশ বসতে পারে ।

v  যেমন:  Father and mother have /they/ none. তাদের পিতা-মাতা কেউ নাই।
Father and mother হলো predicate আবার They এখানে subject
None হলো predicate.
 Sweet are the uses of adversity.
প্রতিকূল অবস্থার সদ্ব্যবহার কি মধুরি না হয়।
(N.B) Imperative Sentence এ  subject উহ্য  থাকে। Sentence এর অংশে বিস্তারিত---
যেমন:- Come here.
             Sit down.
             Go there.
Thank you.( Subject " I " উহ্য আছে।)
Hope, you are well.(Subject " I" উহ্য আছে)
এছাড়াও বাক্যে Verb কে "কে বা কারা" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা subject ।

v   Subject দুই ধরনের ----

  1.Singular subject বা একক কর্তা।

Verb কে ’’Who বা কে’’ দ্বারা প্রশ্ন করলে এই সাবজেক্ট পাওয়া যাবে। এই ধরনের সাবজেক্ট হলো--- I,he,she,it এবং Singular noun . এদের পরে Verb সবর্দা Singular (am,is,has,was)  হয়।
যেমন:-

Ø  He is my brother.
She is a very good girl .
It is a pen.
Rohim reads the book.

Ø  I am a teacher.

এ ধরনের subject  এর পরে Verb সর্বদা Singular   হয় অর্থাৎ am,is,was,has, ব্যবহার হয়।
Plural subject বহুকর্তা বা একের অধিক কর্তা । এই subject দ্বারা একের বেশি কোন ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় । ’’
কারা’’ দ্বারা প্রশ্ন করলে এই সাবজেক্ট পাওয়া যায়।

এই subject হলো  They, you,we এবং plural noun. এদের পরে Verb সবর্দা plural  (are, were, have)হয়।

 

যেমন-

We are going to school.

You were my best friends.

They have done the work.

 

(N.B) subject সব সময়  Noun বা Pronoun হয়।

সাবজেক্ট বা কর্তা সম্পর্কে অতিরিক্ত কিছু বললে সেটাকে বলা হয় উদ্দেশ্য এর সম্প্রসারণ বা  Extension of Subject.
Subject বিভিন্ন প্রকারের হয় তবে  মূল বিষয় শুধু এখানে আলোচনা করা হচ্ছে। এটুক জানলেই যথেষ্ট।


                                   2. predicateবা বিধেয়-----

Predicate এর বাংলা বিধেয়। subject বা কর্তা সম্পর্কে যা বলা হয় সেটাই Predicate । অর্থাৎ Subject ছাড়া বাকি গুলা Predicate .

 

Subject

predicate

A girl

Lived in a city.

Her mother

Goes to school with her.

He

Played football.

 

এখানে Lived in a city. Goes to school with her. Played football. হলো predicate.  ’’Lived in a city. ’’এটা A girl সম্পর্কে  ’’Goes to school with her.’’ Her mother সম্পর্কে এবং ‘’ Played football.’’ He সম্পর্কে বলা হচ্ছে।

অনুশীলন-

Identify the subject and the predicate in the following sentences.

1. The sun is shining brightly.

2. The dogs are barking loudly.

3. The pretty girl is wearing a blue frock.

4. My younger brother served in the army.

5. The man and his wife are working in their garden.

6. My mother and my aunt were trained classical dancers.

7. You don’t have to wait for me.

8. We will no longer tolerate this.

9. The little tree is covered with needles instead of leaves.

10. A rich merchant is passing by the shoemaker’s window.

Answers

1. The sun (subject) / is shining brightly (predicate).

2. The dogs (subject) / are barking loudly (predicate).

3. The pretty girl (subject) / is wearing a blue frock (predicate).

4. My younger brother (subject) / served in the army (predicate).

5. The man and his wife (subject) / are working in their garden (predicate).

6. My mother and my aunt (subject) / were trained classical dancers (predicate).

7. You (subject) / don’t have to wait for me (predicate).

8. We (subject) / will no longer tolerate this (predicate).

9. The little tree (subject) / is covered with needles instead of leaves (predicate).

10. A rich merchant (subject) /is passing by the shoemaker’s window (predicate).

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

১. Subject হিসেবে কয়টি parts of speech ব্যবহার হয়?

উত্তর:- ২টি ( Noun ও Pronoun)

২. Subject বাক্যের কোথায় ব্যবহার হয়?

উত্তর:- Subject বাক্যের প্রথমে ব্যবহার হয়।

৩. Subject কত ধরনের হয়?

উত্তর:- ২।

৪. Sentence এর প্রাণ বলা হয় কাকে?

উত্তর:- Sentence এর প্রাণ বলা হয় Verb কে।

৫. ভাব প্রকাশের ক্ষেত্রে কোন মাধ্যমে Verb এর প্রয়োজন হয় না?

উত্তর:- ভাব প্রকাশের ক্ষেত্রে Spoking English এ Verb প্রয়োজন হয় না।

৬. কোন Sentence এ subject উহ্য থাকে?

উত্তর:- Imperative Sentence এ  subject উহ্য  থাকে।

 

link- https://www.blogger.com/blog/post/edit/6550680266374450408/684583105186287940

 

 

 

 

 

Post a Comment (0)
Previous Post Next Post