3612ed69-29e3-441e-ae49-76566a4b3971 Letter, Vowel, Consonant ও Semi Vowel, এর বিস্তারিত বর্ণনা।

Letter, Vowel, Consonant ও Semi Vowel, এর বিস্তারিত বর্ণনা।

 

Letter, Vowel, Consonant ও Semi Vowel,  এর বিস্তারিত বর্ণনা।

                                                   

 পর্ব-১:-


Vowel  ও Consonant

 সংক্ষিপ্ত ইতিহাস:বর্তমান ইংরেজি বর্ণমালার ২৬ টি বর্ণ যা বড় এবং ছোট হাতের এটা  ল্যাটিন লিপির অনুকরণে ৭ম শতাব্দীতে বর্ণগুলোর উৎপত্তি হয়েছে। ইংরেজি বর্ণ কি? ইংরেজি বর্ণ কত ধরণের, মানব সভ্যতায় এর প্রভাব ও কিছু বেসিক বিষয় নিয়ে আজকের আলোচনা সাজান হয়েছে।


 

***Letter বা বর্ণের  পরিচয়।

Letter শব্দের অর্থ বর্ণ । আর বর্ণ অর্থ কোন চিহ্ন বা প্রতীক। সুতরাং এক কথায় বলা যায় কোন চিহ্ন বা প্রতীককেই Letter বা বর্ণ বলে।ইংরেজিতে বর্ণ ২৬ টি এবং বাংলা  বর্ণ ৫০ টি।

যেমন: A,B,C,D অ,আ,ই,ঈ ইত্যাদি।

***Letter বা বর্ণের প্রকার ও বিস্তারিত আলোচনা । 

ইংরেজি ২৬টি বর্ণ গুলোকে একত্রে বলা হয় Alphabet যার বাংলা অর্থ বর্ণমালা। ইংরেজি বর্ণমালা গুলোকে দুই ভাগে ভাগ করা যায় –

1.       Vowel (স্বরবর্ণ)

2.       Consonant (ব্যঞ্জনবর্ণ) 

1.Vowel (স্বরবর্ণ)-যেসব বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় অন্য কোন ধ্বনি বা বর্ণের সাহায্য লাগেনা সেটা Vowel. এই ধরনের বর্ণ  পাঁচটি ।

যথা: A,E,I,O,U

Education এই শব্দের মধ্যে পাঁচটি Vowel রয়েছে।  বাংলায় এই বর্ণগুলোকে স্বরবর্ণ বলে।

Vowel আছে এমন ৫টি শব্দ নিচের প্রশ্ন - উত্তরে দেওয়া আছে।

2.Consonant(ব্যঞ্জনবর্ণ) 

যেসব বর্ণ বা ধ্বনি উচ্চারণ করতে অন্য বর্ণ বা ধ্বনির সহযোগিতা লাগে সেটাই 

Consonant. বাংলায় এই বর্ণগুলোকে ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনধ্বনি বলা হয়। A,E,I,O,U ব্যতীত বাকি ২১ টি বর্ণ এই গ্রুপের অন্তর্গত।

যেমন: B বর্ণ উচ্চারণ করতে অন্য আরেকটি বর্ণ E এর সহযোগিতা লাগে F বর্ণ উচ্চারণ করতে A বর্ণের সহযোগিতা লাগে । অর্থাৎ

 

VOWEL

A

O

 

  CONSONANT

B

C

D

F

J

H

G

E

U

K

L

M

N

P

Q

R

I

 

S

T

V

W

X

Y

Z

 

B+E=B

A+F=F

C+E=C

K+E=K

A+L=L 


***Semi Vowel এর পরিচয়।

যে সকল Consonant বর্ণ মাঝে মাঝে Vowel এর মত ব্যবহার হয় তাদের কে Semi Vowel বলা হয়। ইংরেজি ভাষায় দুটি Semi Vowel রয়েছে। যথা -W ও Y । W ও Y কোন ইংরেজি শব্দের মাঝে বা শেষে বসে তখন এগুলো Vowel এর কাজ করে । যেমন-Cow, Vowel,boy,Beauty। আবার একইভাবে কোনি  ইংরেজি শব্দের প্রথমে  বসে তখন এগুলো Consonant এর কাজ করে । Well, will,Yellow 

Letter, Vowel



***সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১.মোট ইংরেজি বর্ণ কয়টি?

উত্তর: মোট ইংরেজি বর্ণ২৬ টি।

২. Vowel কয়টি ও কি কি?

উত্তর: vowel ৫ টি ।যথা:- A,E,I,O,U

 ৩.Consonant কয়টি ও কি কি  ?

উত্তর: Consonant ২১ টি। যথা-B,C,D,F,G,H,J,K,L,M,N,P,Q,R,S,T,V,W,X,Y,Z

 ৪.Vowel কে বাংলায় কি বলে?

উত্তর:Vowel কে বাংলায় স্বরবর্ণ বলে।

৫.Consonant কে বাংলায় কি বলে?

উত্তর: Consonant কে বাংলায়  বলে ব্যঞ্জনবর্ণ বলে।

৬. ইংরেজি বর্ণমালা কে কি বলা হয়।

উত্তর: ইংরেজি বর্ণমালা কে Alphabet বলা হয়।

৭. Consonant উচ্চারণ করতে ইংরেজি কোন বর্নের সাহায্য লাগে?

উত্তর: Consonant উচ্চারণ করতে ইংরেজিল vowel  বর্নের সাহায্য লাগে ।

 ৮.Semi Vowel কয়টি ও কি কি?

উত্তর: Semi Vowel ২ টি । যথা -W ও Y

৯.W ও Y কোন ইংরেজি শব্দের মাঝে  বসলে সেটা কি হিসেবে কাজ করে?

উত্তর: W ও Y কোন ইংরেজি শব্দের মাঝে  বসলে সেটা তখন এগুলো Vowel এর কাজ করে।

১০. W ও Y কোন ইংরেজি শব্দের শেষে   বসলে সেটা কি হিসেবে কাজ করে?

উত্তর: W ও Y কোন ইংরেজি শব্দের শেষে  বসলে সেটা তখন এগুলো Vowel এর কাজ করে । 

১১.Vowel আছে এমন ৫টি শব্দ ।

উত্তর:- 

a.Prequation-সর্তকতা

b. Automobile-যানবাহন

c. Regulation-নিয়মকানুন

d.Education- শিক্ষা

e.Cauliflower- ফুলকপি

            

ধারাবাহিক ভাবে ইংরেজি ব্যকরণের প্রত্যেকটি বিষয় সংক্ষিপ্ত আকারে  কিন্তু সম্পূর্ণ  তথ্য তুলে ধরার প্রয়াশ হিসেবে  আজকের পর্বে Letter, Vowel , Consonant ও Semi Vowel নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী পর্ব -২ -এ Word ও syllable নিয়ে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের কে আগামী পর্বে অগ্রীম স্বাগতম।

Post a Comment (0)
Previous Post Next Post