Word ও syllable নিয়ে বিস্তারিত বর্ণনা।
ধারাবাহিক ভাবে ইংরেজি ব্যকরণের প্রত্যেকটি বিষয় সংক্ষিপ্ত আকারে কিন্তু সম্পূর্ণ তথ্য তুলে ধরার প্রয়াশ হিসেবে পর্ব-১ এর মূল বিষয় ছিল Letter, Vowel , Consonant ও Semi Vowel । পর্ব-২ এ ইংরেজি গ্রামার এর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অংশ Word ও syllable নিয়ে আলোচনা করব,ইনশাল্লাহ। syllable শব্দের উচ্চারণ, শব্দের সঠিক বানান ও Degree পরিবর্তনে ব্যাপক গুরুত্ব বহন করে।
Word বা শব্দের পরিচয়।
এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করলে তাকেই Word বা শব্দ বলে।If one or more letters sit side by side and express a complete meaning or mind, it is called a wordWord এর বেশিষ্ট্য:-
· এক বা একাধিক বর্ণ থাকবে।· বর্ণ গুলো পাশাপাশি বসবে(নিয়মানুয়ী)।
· সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করবে।
যেমন: R+E+A+D=read যার অর্থ পড়া ।
ব্যাখ্যা-এখানে একাধিক বর্ণ (৪টি বর্ণ) R+E+A+D বর্ণ গুলো পাশাপাশি বসবে(নিয়মানুয়ী) যা সম্পূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ করেছে।
Pen=কলম ( এটা লেখার বস্তু)
এইভাবে -Education, school, college etc.
Syllable(শব্দাংশ) এর পরিচয় ও রুপ।
Syllable কে বাংলায় অক্ষর বলে। সংক্ষেপে বলা যায় এটা শব্দের টুকরো অংশ বা উচ্চারণের একক।অর্থাৎ শব্দের যে অংশটুকু এক ঝোকে বা একবারে উচ্চারিত হয় সেটাই Syllable.
যেমন
e+du+ca+tion =চারবার উচ্চারণ হয়
U+ni+ver+sity =চারবার উচ্চারণ হয়।
bri+lli+ant =তিনবার উচ্চারণ হয়।
good=একবার উচ্চারণ হয়।
bad +boy=দুইবার উচ্চারণ হয়।
Syllable এর প্রকার ও বিস্তারিত।
একটি শব্দ উচ্চারণ করতে গেলে যতবার বাকযন্ত্রের অবস্থান পরিবর্তন হয় ততবার এক একটি Syllable তৈরি হয়। অর্থাৎ একটি শব্দকে যতগুলা খন্ডে উচ্চারণ করা যায় ততগুলো খন্ডই এক একটি Syllable। এই বিবেচনায় Syllable চার প্রকার
A Syllable is formed every time the position of the pharynx changes to pronounce a word.
That is, a word can be pronounced in as many parts as one Syllable.
Syllables are of four types in this regard
1. Mono syllable(এক অক্ষর)
2. Di syllabus(দুই অক্ষর)
3. Tri syllable.(তিন অক্ষর)
4. Poly syllable.(বহু অক্ষর)
(N.B) Mono অর্থ এক এবং poly অর্থ বহ।
১.Mono syllable : যে Word - এ একটি মাত্র Syllable(শব্দাংশ) থাকে তাকে Monosyllable বলে ।A Word which has only one Syllable is called Monosyllable.
যেমন : Cat, Rat, Bat, Cup, Pot, Mat, Pen, Dog, Top, boy, good ,pen,red ইত্যাদি ।২. Di syllable : যে Word এ দুইটি syllable(শব্দাংশ) থাকে তাকে Di syllable বলে ।A word that has two syllables is called di syllable.
যেমন :
Mother (মা) = Mo + ther
Baby (শিশু) = Ba + by
Doctor(ডাক্তার) = Doc + tor
Brother(ভাই) = Bro + ther
Teacher(শিক্ষক) = Tea+cher
Sister (বোন)= Sis+ter
Keyboard( চাবির সারি/ কীবোর্ড)= Key+board
Football (ফুটবল)= Foot+ball
Music (সুর/সংগীত)= Mu+sic
Monsoon( মৌসুমি বায়ু)= Mon+soon
Sentence(বাক্য)= Sen+tence
Country( দেশ)= Coun+try
৩. Tri syllable : যে Word এ তিনটি syllable(শব্দাংশ) থাকে তাকে Tri syllable বলে ।A word that has three syllables is called tri syllable.
যেমন :v aturday(শনিবার) = Sa + tur + day
v Yesterday(গতকাল) = Yes + ter + day
v Beautiful(সুন্দর) = Beau + ti + ful
v Umbrella(ছাতা) = Um + bre + lla
v Company = Com + pa + ny ( প্রতিষ্ঠান,সর্ম্পক,সেনাদল,সঙ্গ,সাহচর্য)
v Brilliant(উজ্জ্বল,চকচকে,)= Bri+lli+ant
v Tomorrow(আগামীকাল)= To+mor+row
v Syllable(শব্দাংশ) = Sy+lla+ble
v Meherpur= Me+her+pur
v Bangladesh= Bang+la+desh
v Wonderful( চমৎকার)= Won+de+rful
4. Poly syllable : যে Word এ তিনটির বেশী syllable(শব্দাংশ) থাকে তাকে Poly syllable বলে ।A word that has more than three syllables is called poly syllable.
যেমন : Examination( পরিক্ষা) = Exa + mi + na + tion
Reciprocal( পারস্পারিক) = Re + cip + ro + cal
Comparative( তুলনামূলক) = Com + pa + ra + tive
University( বিশ্ববিদ্যালয়) = U + ni + ver + sity
Satisfaction( সন্তুষ্টি) = Sa + tis + fac + tion
Development( উন্নয়ন)= De+ve+lop+ment
Communication( যোগাযোগ)= Co+mmu+ni+ca+tion
Industrial(শিল্প)= In+dus+tri+al
Interrogative( প্রশ্নবোধক)= In+ter+ro+ga+tive
Degree পরিবর্তনের ক্ষেত্রে এর ব্যবহার নিম্নরুপ। আমরা Degree Change পর্বে এর বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লহ।
এর Tall ----taller----tallest
Good----better---best
Beautiful---more beautifuil---most beautiful
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
১.Syllable এর অর্থ কি?উত্তর: শব্দাংশ বা অক্ষর।
২. Syllable কত প্রকার?
উত্তর:- ৪ প্রকার
৩. Computer এখানে কয়টি অক্ষর আছে?
উত্তর:- ৩ টি
৪. যেখানে একটি মাত্র Syllable থাকে সেটাকে কি Syllable বলে?
উত্তর: Mono syllable.
৫. শব্দ গঠনে কোনটির সবচেয়ে বেশি প্রয়োজন
(ক) বর্ণ (খ) ধনী (গ) অক্ষর ( ঘ) সবগুলোই
৬. যেখানে ৩ টি মাত্র Syllable থাকে সেটাকে কি Syllable বলে?
উত্তর: Tri syllable.
এখানে আমরা Word এবং Syllable সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। পরবর্তী পর্বে Subject and Predicate নিয়ে আলোচনা করবো। ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন । এখানে ইংরেজি গ্রামারের প্রত্যেকটা টপিক পর্যায়ক্রমে আলোচনা করা হবে। ইনশাল্লাহ।