3612ed69-29e3-441e-ae49-76566a4b3971 একটি ছকে স্বর সন্ধি ....

একটি ছকে স্বর সন্ধি ....

 

একটি ছকে স্বর সন্ধি ....

     

স্বরসন্ধি কাকে বলে? উদাহরণ সহ আলোচনা কর।

সন্ধি বাংলা ব্যাকরণের   ধ্বনিতত্ত্বে   আলোচিত  হয়েছে।সন্ধি শব্দের অর্থ মিলন পাশাপাশি দুটি ধ্বনি বা  বর্ণের মিল হলে সন্ধি হয়। তিন প্রকার সন্ধির মধ্যে স্বরসন্ধি অন্যতম।  আমাদের আজকের আলোচ্য বিষয় স্বরসন্ধি এখানে প্রথমে সন্ধির সংজ্ঞা, সন্ধির প্রকার ও স্বরসন্ধি মাত্র দুটি   ছকের মাধ্যমেই  বিভাজন করব । ইনশাল্লাহ  


👉সন্ধির সংজ্ঞা:-

সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। এখানে সন্নিহিত শব্দের অর্থ দুই ততধিক কোনো কিছুতে মিল থাকা। তাই বলা যায়-পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।


👉সন্ধির উদ্দেশ্য  বা প্রয়োজনিয়তা।

 ১. শব্দের উচ্চারণ সহজ হয়।

২.ধ্বনির মাধুর্যতা বৃদ্ধি পায়।



    👉সন্ধি তিন প্রকার।

১. স্বর সন্ধি।

২. ব্যঞ্জন সন্ধি।

৩.বিসর্গ সন্ধি

আমাদের আজকের আলোচ্য বিষয় দুটি  ছকের মাধ্যমে দেখানো  হবে।


স্বরসন্ধি

 🙋স্বরসন্ধি কাকে বলে?

     💇স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

                                                                    ছক নং-১ 

 

ফলাফল/মূল শব্দ

আগের পেদ

 

পরের পদ

আ/া=কার

অ/আ

+

আ/অ

এ/ ে-কার

অ/আ

+

ই/ঈ

ও/ ো-কার

অ/আ

+

উ/ঊ

অর/ আর

অ/আ

+

রেফ/ঋ-কার

ঐ-কার

অ/আ

+

এ/ ঐ-কার

ঔ- কার

অ/আ

+

ও/ ঔ- কার

 

Verb কাকে বলে,কত প্রকার ও কি কি ? বিস্তারিত----


👉নিয়ম-১:-  আগের পদে অ/আ + পরের পদে  আ/অ  মিলে / এক সাথে  মূল শব্দে আ/া  কার হবে।

যেমন-

v  হিমাচল= হিম+আচল       ( অ+আ=আ)
v  প্রাণাধিক= প্রাণ+অধিক    ( অ+অ=আ)
v  হস্তান্তর=হস্ত+অন্তর         ( অ+অ=আ)
v  হিতাহিত=হিত+অহিত      ( অ+অ=আ)
v  হিমালয়=হিম+আলয়        ( অ+ আ =আ)
v  দেবালয়=দেব+আলয়        ( অ+ আ =আ)
v  রত্নাকর=রত্ন+আকর          ( অ+ আ =আ)
v  সিংহাসন=সিংহ+আসন     ( অ+ আ =আ)
v  যর্থাথ=যথা+অর্থ              ( আ+অ=আ)
v  আশাতীত=আশা+অতীত   ( আ+অ=আ)
v  মহার্ঘ=মহা+অর্ঘ           ( আ+অ=আ)
v  বিদ্যালয়=বিদ্যা+আলয়      (আ + আ =আ)
v  কারাগার=কারা+আগার     (আ + আ =আ)
v  মহাশয়=মহা+আশয়         (আ + আ =আ)
v  সদানন্দ=সদা+আনন্দ       (আ + আ =আ)



👪নিয়ম-২:-  আগের পদে অ/আ + পরের পদে  ই/ঈ মিলে / এক সাথে  মূল শব্দে এ/ ে-কার  হবে।

যেমন:-

  • v  শুভেচ্ছা= শুভ+ইচ্ছা     (অ+ ই =)
  • v  যথেষ্ট= যথা+ইস্ট          (অ+ ই =)
  • v  পরমেশ= পরম+ঈশ    (অ+ ঈ =)
  • v  মহেশ=মহা+ঈশ             (অ+ ঈ =)
  • v  পূর্ণেন্দু= পূর্ণ+ইন্দ্র          (অ+ ই =)
  • v  স্বেচ্ছা= স্ব+ইচ্ছা             (অ+ ই =
  • v  নরেশ= নর+ইশ             (অ+ ই =)
  • v  রমেশ=রম+ঈশ              (অ+ ঈ =)
  • v  নরেন্দ্র=নর+ঈশ                     (অ+ ঈ =)
  • v  শ্রবণেন্দ্রিয়=শ্রবণ+ইন্দ্রীয়         (অ+ ঈ =)

  

Object ও Cognate Object কাকে বলে? Object এর প্রকার এবং ব্যবহার।


👉নিয়ম-৩:-  আগের পদে অ/আ + পরের পদে  উ/ঊ  মিলে / এক সাথে  মূল শব্দে ও/ ো-কার  হবে।

যেমন:-

v      সূর্যোদয়= র্সূয+উদয়              (অ + উ= ো)
v  যথোচিত= যথা+ উচিত         (আ + উ= ো)
v  গৃহোর্ধ্ব= গৃহ+ ঊর্ধ               (অ + ঊ= ো)
v  গঙ্গোর্মি= গঙ্গা+ঊর্মি              (আ + ঊ= ো)
v  নীলোৎপল= নীল+উৎপল      (অ + উ= ো)
v  চলোর্মি= চল+ঊর্মি                 (অ + ঊ= ো)
v  মহোৎসব= মহা+উৎসব     (অ + উ= ো)
v  নবোঢ়া= নব+উড়া            (অ + উ= ো)
v  ফলোদয়= ফল+উদয়            (অ + উ= ো)
v  যথোপযুক্ত= যথা+উপযুক্ত            (আ + উ= ো)
v  হিতোপদেশ= হিত+উপদেশ          (অ + উ= ো)
v  পরোপকার= পর+উপকার            (অ + উ= ো)
v  প্রশ্নোত্তর= প্রশ্ন+উত্তর            (অ + উ= ো)

 

    👉 নিয়ম-৪:-  আগের পদে অ/আ + পরের পদে  রেফ/ঋ-কার মিলে / এক সাথে  মূল শব্দে অর  হবে।

যেমন:-

  • v  দেবর্ষি  (উচ্চারণ অর)= দেব+ঋষি     (অ + ঋ= অর )      
  • v  মহর্ষি (উচ্চারণ  অর)= মহা+ঋষি           (আ + ঋ= অর )      
  • v  অধর্মণ  (উচ্চারণ  অর)= অধম+ঋণ     (অ + ঋ= অর )      
  • v  উত্তমর্ণ (উচ্চারণ  অর)= উত্তম+ ঋণ   (অ + ঋ= অর )      
  • v  সপ্তর্ষি (উচ্চারণ  অর)= সপ্ত+ ঋর্ষি       (অ + ঋ= অর )      
  • v  রাজর্ষি (উচ্চারণ  অর)= রাজা+ ঋর্ষি    (আ + ঋ= অর )      
  • v  শীর্তাত  (উচ্চারণ  আর )= শীত+ঋত    (অ + ঋ= আর ) 
  • v  তৃর্ষ্ণাত  (উচ্চারণ  আর )= তৃষ্ণা+ঋত    (আ + ঋ= আর )
  • v  ভর্য়াত (উচ্চারণ  আর )= ভয়+ঋত       (অ + ঋ= আর )   
  • v  ক্ষুর্ধাত (উচ্চারণ  আর )= ক্ষুধা+ঋত       (আ + ঋ= আর )     
  •  


  Subject and Predicate কাকে বলে? এর বিস্তারিত ।


    💗নিয়ম-৫:-  আগের পদে অ/আ + পরের পদে  এ/ ঐ-কার  মিলে / এক সাথে  মূল শব্দে ঐ-কার কার হবে।

যেমন:-

  • v  জনৈক= জন+ এক                 (অ + এ= ঐ-কার )    
  • v  সদৈব= সদ+ ঐব                     (অ + ঐ= ঐ-কার )    
  • v  মতৈক্য= মত+ ঐক্য                (অ + ঐ= ঐ-কার )    
  • v  মহৈর্শ্বয= মহা+ ঐর্শ্বয              (অ + ঐ= ঐ-কার )    
  • v  হতৈষী= হিত+ঐষী                   (অ + ঐ= ঐ-কার )    
  • v  সর্বৈব= সর্ব +ঐব                   (অ + ঐ= ঐ-কার )    
  • v  অতুলৈর্শ্বয= অতুল+ঐর্শ্বয        (অ + ঐ= ঐ-কার )    
  •  


       👉নিয়ম-৬:-  আগের পদে অ/আ + পরের পদে  ও/ঔ-কার  মিলে / এক সাথে  মূল শব্দে ঔ-কার কার হবে।

যেমন:-

  • v  বনৌষধি=   বন+ওষধি          (অ +ও= ঔ-কার )    
  • v  মহৌষধি= মহা+ওষধি            (অ +ও= ঔ-কার )    
  • v  পরমৌষধ=  পরম+ঔষধ        (অ +ঔ= ঔ-কার )    
  • v  মহৌষধ=   মহা+ঔষধি           (অ +ঔ= ঔ-কার )    

 

 ছক নং-২ 

 

ফলাফল/মূল শব্দ

আগের পেদ

 

পরের পদ

ঈ/ী কার

ঈ/ী কার

+

ঈ/ী-কার

উ/ঊ কার

উ/ঊ কার

+

উ/ঊ কার

     য - ফলা

ই/ঈ-কার

+

ই/ঈ-কার ছাড়া অন্য স্বর

ব-ফলা

উ/ঊ কার

+

উ/ঊ কার ছাড়া অন্য স্বর

অয়/আয়

এ/ঐ -কার

+

অ/আ

অব/আব

ও/ ঔ- কার

+

অ/আ

 

            🙈নিয়ম-৭:-  আগের পদে ঈ/ী কার + পরের পদে  ঈ/ী-কার মিলে / এক সাথে  মূল শব্দে ঈ/ী কার হবে।

যেমন-

  • v  অতীত=   অতি +ইত     ( ই +ই=ঈ)
  • v  পরীক্ষা= পরি +ঈক্ষা     ( ই + ঈ =ঈ)
  • v  সতীন্দ্র= সতী+ইন্দ্র         ( ই +ই=ঈ)
  • v  সতীশ= সতী+ঈশ         ( ই +ঈ=ঈ)
  • v  গিরীন্দ্র= গিরি +ইন্দ্র      ( ই + ই =ঈ)
  • v  ক্ষিতীশ= ক্ষিতি +ইশ    ( ই + ই =ঈ)
  • v  মহীন্দ্র= মহি +ইন্দ্র      ( ই + ই =ঈ)
  • v  শ্রীশ= শ্রী+ ঈশ           ( ই + ঈ =ঈ)
  • v  অতীব= অতি+ইব           ( ই + ই =ঈ)
  • v  প্রতীক্ষা= প্রতি+ঈক্ষা           ( ই + ঈ =ঈ)
  • v  রবীন্দ্র= রবি+ইন্দ্র                 ( ই + ই =ঈ)
  • v  দিল্লীশ্বর= দিল্লি+ঈশ্বর            ( ই + ঈ =ঈ)

  

Word ও syllable নিয়ে বিস্তারিত বর্ণনা।

                            

    👉নিয়ম-৮:-  আগের পদে   উ/ঊ কার + পরের পদে  উ/ঊ কার মিলে / এক সাথে  মূল শব্দে উ/ঊ কার  হবে।

যেমন-

  • v  মরুদ্যান=   মরু+ উদ্যান    ( উ + উ= ঊ)
  • v  বহূর্ধ্ব= বহূ+উর্ধ্ব                ( উ + উ= ঊ)
  • v  বধূৎসব= বধূ+উৎসব          ( উ + উ= ঊ)
  • v  ভূর্ধ্ব= ভূ+ঊর্ধ্ব                    (ঊ + ঊ = ঊ)

 

     👉নিয়ম-৯:-  আগের পদে   ই/ঈ/ উ/ঊ কার  + পরের পদে  অ/আ  মিলে / এক সাথে  মূল শব্দে  য - ফলা  হবে।

যেমন-

  1. অত্যন্ত= অতি+ অন্ত         ((ই+ অ = য - ফলা  )
  2. ইত্যাদি= ইতি+ আদি          ((ই+আ = য - ফলা  )
  3. মস্যাধার= মসি+ আধার     ((ই+ আ = য - ফলা  )
  4. প্রত্যেক= প্রতি+ এক          ((ই+ আ = য - ফলা  )
  5. অত্যধিক= অতি+অধিক     ((ই+ অ = য - ফলা  )
  6. গত্যন্তর= গতি+অন্তর         ((ই+ অ = য - ফলা  )
  7. প্রত্যাশা= অতি+আশা         ((ই+ আ = য - ফলা  )
  8. আদ্যন্ত= আদি+অন্ত          ((ই+ অ = য - ফলা  )
  9. যদ্যপি= যদি+অপি             ((ই+ অ = য - ফলা  )
  10. পযর্ন্ত= পরি+অন্ত               ((ই+ অ = য - ফলা  )


    👫নিয়ম-১০:-  আগের পদে   উ/ঊ কার + পরের পদে  উ/ঊ কার ছাড়া অন্য স্বর ( অ,আ,ই,ঈ,এ,ও ইত্যাদি  মিলে মূল শব্দে  ব-ফলা হবে।

যেমন-

  1. স্বল্প=  সু+অল্প          ((উ+ অ = ব - ফলা  )  
  2. স্বাগত= সু+আগত    ((উ+ আ = ব - ফলা  )
  3. অন্বিত= অনু+ইত     ((উ+ ই = ব - ফলা  )  
  4. তন্বী=    তনু+ঈ        ((উ+ ঈ = ব - ফলা  )   
  5. অন্বেষণ= অনু+এষণ    ((উ+ এ = ব - ফলা  )
  6. পশ্বাধম= পশু+অধম    ((উ+ অ = ব - ফলা  )
  7. অন্বয়=অনু+অয়           ((উ+ অ = ব - ফলা  )
  8. মন্বন্তর= মনু+অন্তর           ((উ+ অ = ব - ফলা  )
  9. পশ্বাচার= পশু+আচার           ((উ+ আ = ব - ফলা  ) 

     

   👉নিয়ম-১১:-  আগের পদে   এ/ঐ -কার + পরের পদে  অ/আ  মিলে / এক সাথে  মূল শব্দে  অয়/আয়  হবে।

যেমন:-

  1. নয়ন (উচ্চারণ  অয় )=  নে+অন      ( এ-কার+ অ = অয় )
  2. শয়ন (উচ্চারণ  অয় )=  শে+অন      ( এ-কার+ অ = অয় )
  3. নায়ক=(উচ্চারণ আয় )=  নৈ+অক      ( ঐ-কার+ অ = আয় )
  4. গায়ক=(উচ্চারণ  আয় )=  গৈ+অক      ( ঐ-কার+ অ = আয় )


    👉নিয়ম-১২:-  আগের পদে   ও/ঔ -কার + পরের পদে  অ/আ/এ/ই/উ  মিলে / এক সাথে  মূল শব্দে  অব/আব  হবে।

যেমন:-

  1. পবন  (উচ্চারণ  অব )=  পো+অন           ( ও-কার+ অ = অব )
  2. লবন=(উচ্চারণ  অব )=  লো+অন           ( ও-কার+ অ = অব )
  3. গবেষণা=(উচ্চারণ  অব )=  গো+এষণা     ( ও-কার+ এ = অব )
  4. গবাদি=(উচ্চারণ  অব )=  গো+আদি        ( ও-কার+ আ = অব )
  5. পবিত্র=(উচ্চারণ  অব )=  পো+ইত্র           ( ও-কার+ ই  = অব )
  6. পাবক= (উচ্চারণ  আব )=  পৌ+অক        ( ঔ-কার+ অ = আব )
  7. নাবিক=(উচ্চারণ  আব )=  নৌ+ইক           ( ঔ-কার+ ই = আব )
  8. ভাবুক=(উচ্চারণ  আব )=  ভৌ+ইক           ( ঔ-কার+ ই = আব )

 

Letter, Vowel, Consonant ও Semi Vowel,  এর বিস্তারিত বর্ণনা।

👉নিপাতনে  সিদ্ধ :

যে সন্ধি কোনো নিয়ম মেনে হয় না সেটাই নিপাতনে  সিদ্ধ।

যেমন-

  1. কুলটা=কুল+অটা
  2. গবাক্ষ= গো+অক্ষ
  3. প্রৌঢ়=প্র+ ঊঢ়
  4. অন্যান্য=অন্য+অন্য
  5. র্মাতন্ড=র্মাত+ অন্ড
  6. শুদ্ধোদন= শুদ্ধ+ওদন

 

 সক্ষিপ্ত প্রশ্ন - উত্তর

১. নিপাতনে  সিদ্ধ কাককে বলে?

উত্তর:- যে সন্ধি কোনো নিয়ম মেনে হয় না সেটাই নিপাতনে  সিদ্ধ।

           ২. স্বরসন্ধি কাকে বলে?

            উত্তর:-স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

          ৩. সন্ধি কাকে বলে?

         উত্তর:সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। এখানে সন্নিহিত শব্দের অর্থ দুই ততধিক কোনো               কিছুতে মিল থাকা। তাই বলা যায়-পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।

        ৪.সন্ধি কত প্রকার ও কী কী?

       উত্তর:১. স্বর সন্ধি। ২. ব্যঞ্জন সন্ধি  ৩.বিসর্গ সন্ধি 

         ৫.সন্নিহিত শব্দের অর্থ কী?

         উত্তর:সন্নিহিত শব্দের অর্থ দুই ততধিক কোনো কিছুতে মিল।


সত্যের বাস্তবতা



আশাকরি এই লেখাটি পড়ে আপনাদের সন্ধি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখান থেকেই  যে কোনো পরীক্ষায়  শতভাগ কমন আসবে। এখানে বাংলা ও ইংরেজি ব্যকরনের সকল বিষয় আলোচনা হবে ইনশাল্লাহ। 

    খোদা হাফেজ।











Post a Comment (0)
Previous Post Next Post