১. যদি U={1,2,4,5,6,7},
A={1,5}, B={2,4,6} হয়,
তবে প্রমাণ করো যে, (A U B)c = Ac ∩ Bc
সমাধান:
A U B = {1, 5} U {2, 4, 6}
= {1, 2, 4, 5, 6}
Ac = U \ A
= {1,2,4,5,6,7} \ {1,5}
= {2, 4, 6, 7}
Bc = U \ B
= {1,2,4,5,6,7} \ {2,4,6}
= {1,
5, 7}
বামপক্ষ
:
(A U B)c
= U \ (A U B)
={1,2,4,5,6,7}
\ {1, 2, 4, 5, 6}
= {7}
ডানপক্ষ Ac ∩ Bc
= {2, 4, 6, 7} ∩ {1, 5, 7}
= {7}
... বামপক্ষ
= ডানপক্ষ (প্রমাণিত)
২.
(x-1, y+2) = (y-2x, 2x+1) হলে,
x ও y এর মান নির্ণয়
করো।
সমাধান:
x - 1 = y - 2x
বা,x + 2x - y = 1
বা,3x - y = 1.........(i)
এবং,
y + 2 = 2x + 1
বা,
-2x + y = -2+1
বা,
-2x + y = -1 .......(ii)
(i) ও
(ii) যোগ করে পাই:
(3x - y) + (-2x + y) = 1 + (-1)
বা,
3x - y -2x + y = 1 -1
...
x = 0
x এর
মান (i) নং সমীকরণে বসিয়ে:
3(0) - y = 1
বা,-y = 1
...y
= -1
উত্তর:
x = 0 এবং y = -1
৩. যদি f(y) = y³ + ky² - 4y - 8
হয়, তবে k এর কোন মানের
জন্য f(-2)=0 হবে?
সমাধান:
y = -2 বসিয়ে
পাই:
f(-2) = (-2)³ + k(-2)² - 4(-2) - 8 = 0
বা,-8
+ 4k + 8 - 8 = 0
বা,4k
- 8 = 0
বা,4k
= 8
...k = 2
উত্তর: k = 2
৪. প্রমাণ করো যে, √ 3 একটি অমূলদ সংখ্যা।
প্রমাণঃ ধরি
√ 3 একটি মূলদ সংখ্যা।
তাহলে এমন দুইটি
পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p,q >1
থাকবে যে, √ 3 =
বা, 3 = [বর্গ করে]
অর্থাৎ 3q
= [ উভয়পক্ষকে q দ্বারা
গুণ করে]
স্পষ্টত 3q
পূর্ণসংখ্যা কিন্তু পূর্ণসংখ্যা নয়,
কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং q >1
∴ 3q এবং
সমান হতে পারেনা
অর্থাৎ 3q ≠
∴ √
3 কে আকারে প্রকাশ করা
যাবে না, √ 3 ≠
∴ √
3 একটি অমূলদ সংখ্যা।
৫. সরল করো। (0.3×0.83) ÷ (0.5×0.1) + 0.35 ÷ 0.08
সমাধান:
(0.3×0.83)
÷ (0.5×0.1)+0.35 ÷ 0.08
×
) ÷
×
)+
÷
×
) ÷
×
)+
÷
÷
+
÷
×
+
×
+4
=9 ans
৬. প্রমাণ করো যে, যেকোনো
বিজোড় পূর্ণসংখ্যার বর্গ একটি বিজোড়
সংখ্যা।
সমাধান:-
যেকোনো
বিজোড় পূর্ণসংখ্যাকে 2n+1 আকারে লেখা যায় (n পূর্ণসংখ্যা)।
বর্গ:
(2n+1)²
= 4n² + 4n + 1
= 2(2n² + 2n) + 1
ধরি,
M = 2n² + 2n (যা একটি পূর্ণসংখ্যা)।
বর্গফলটি
2M+1 আকারের, যা একটি বিজোড়
সংখ্যা।(প্রমাণিত)
৭. যদি ax = b, by
= c, cz = a হয়
তবে দেখাও যে xyz=1
সমাধান:-
cz =
a সমীকরণে
c এর মান বসিয়ে:
বা,(by)z
= a
বা,(ax)yz = a
বা,axyz = a¹
...xyz = 1 (প্রমাণিত)
৮. (al/am)n × (am/an)l
× (an/al)m = 1 এর মান কত?
সমাধান:-
(al/am)n ×
(am/an)l × (an/al)m
=(al-m)n × (am-n)l
× (an-l)m
= (aln-mn)n
× (aml-nl)l × (anm-ml)m
= aln-mn+ml-nl+nm-ml
= a⁰
= 1
উত্তর:
1
৯. দেখাও যে, 3log102 +
2log103 + log105 = log10360
বামপক্ষ
: 3log102 + 2log103 + log105
= log10(2³) + log10(3²) + log105
= log108 + log109 + log105
= log10(8 × 9 × 5)
= log10360 (প্রমাণিত)
১০.
x - 1/x = 4 হলে, প্রমাণ করো যে, x⁴ + 1/x⁴ = 322
সমাধান:
(x - 1/x)² = 4² [বর্গ করে ]
বা,x²
- 2 + 1/x² = 16
বা,x²
+ 1/x² = 16+2
বা,x²
+ 1/x² = 18
বা,(x²
+ 1/x²)² = 18² [বর্গ করে
]
বা,x⁴
+ 2 + 1/x⁴ = 324
বা,x⁴
+ 1/x⁴ = 324 - 2
...x⁴ + 1/x⁴ = 322 (প্রমাণিত)
১১.
a+b=√ 7এবং a-b=√
5 হলে, প্রমাণ করো যে, 8ab(a²+b²)=24
4ab = (a+b)² - (a-b)²
= (√
7)² - (√ 5)²
= 7 - 5
= 2
এবং,
2(a²+b²)
= (a+b)² + (a-b)²
= (√
7)² + (√ 5)²
= 7 + 5
= 12
বামপক্ষ:
8ab(a²+b²)
= [4ab] ×
[2(a²+b²)]
= 2 × 12
= 24 (প্রমাণিত)
১২.
p-q=r হলে, দেখাও যে, p³ - q³ - r³ = 3pqr
দেওয়া
আছে,
p - q = r
বামপক্ষ:
p³ - q³ -
r³
বা, (p-q)3 + 3pq(p-q)-r3
বা, r³ + 3pq(r)-r3
বা, 3pqr (ডানপক্ষ)
বামপক্ষ=ডানপক্ষ (প্রমাণিত)
১৩.
2x - 2/x = 3 হলে, প্রমাণ করো যে, 8(x³ - 1/x³) = 63
দেওয়া
আছে:
2(x - 1/x) = 3
বা, x - 1/x = 3/2
বামপক্ষ:
8(x³ - 1/x³)
= 8 [ (x - 1/x)³ + 3(x)(1/x)(x - 1/x) ]
= 8 [ (3/2)³ + 3(3/2) ]
= 8 [ 27/8 + 9/2 ]
= 8 [ 27/8 + 36/8 ]
= 8 [ 63/8 ]
= 63 (প্রমাণিত)
১৪.
উৎপাদকে বিশ্লেষণ করো। ax² + (a² + 1)x + a
= ax² + a²x + 1x + a
= (ax² + a²x) + (x + a)
= ax(x + a) + 1(x + a)
= (x + a)(ax + 1)
উত্তর:
(x + a)(ax + 1)
গণিতের পূর্ণাঙ্গ সাজেশন নিচের লিংকে -----
গণিত সাজেশন- এস এস সি (নবম) পরীক্ষা -২০২৫ (ভকেশনাল)
