3612ed69-29e3-441e-ae49-76566a4b3971 মাত্র একটি শব্দে বির্সগ সন্ধি ....

মাত্র একটি শব্দে বির্সগ সন্ধি ....

 


 মাত্র একটি শব্দে বির্সগ সন্ধি ....


মাত্র একটি শব্দে বির্সগ সন্ধি ...
বাংলা ব্যাকরণের একটি অন্যতম আলোচ্য বিষয় সন্ধি ।এটি  ধ্বনিতত্ত্বে   আলোচিত  হয়েছে।পাশাপাশি দুটি ধ্বনি মিলে সন্ধি হয়। তিন প্রকার সন্ধির মধ্যে বিসর্গ সন্ধি অন্যতম। হ্যাঁ আমাদের আজকের আলোচ্য বিষয় বিসর্গ সন্ধি। এখানে প্রথমে সন্ধির সংজ্ঞা, সন্ধির প্রকার ও বিসর্গ  সন্ধি মাত্র একটি সূত্রের মাধ্যমে  বিভাজন করব । ইনশাল্লাহ  ।

 

সন্ধির সংজ্ঞা:-

সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। এখানে সন্নিহিত শব্দের অর্থ দুই ততধিক কোনো কিছুতে মিল থাকা। তাই বলা যায়-পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।

সন্ধির উদ্দেশ্য  বা প্রয়োজনিয়তা।

 ১. শব্দের উচ্চারণ সহজ হয়

২.ধ্বনির মাধুর্যতা বৃদ্ধি পায়।

 

              এখানে কিলিক করুণ----

সন্ধি তিন প্রকার।

১. স্বর সন্ধি।

   ২. ব্যঞ্জন সন্ধির

৩.বিসর্গ সন্ধি ।

 

👉আমাদের আজকের আলোচ্য বিষয় বিসর্গ সন্ধি।



বিসর্গ সন্ধি ।(ঃ)

বিসর্গের সাথে অর্থাৎ র্  ও স্   এর সাথে স্বরধ্বনি  বা ব্যঞ্জন ধ্বনির যে মিল হয় তাকে  বিসর্গ সন্ধি বলে।

(বি.দ্র) সংস্কৃত সন্ধির নিয়মে পদের মধ্যে (র্ ও স্ ) কিছু ক্ষেত্রে    ধ্বনি রূপে উচ্চারিত হয়। যা বিসর্গ রূপে লেখা হয়।

  1. বিসর্গ সন্ধি মূলত ব্যঞ্জন সন্ধির অন্তর্গত।
  2. বিসর্গ সন্ধি মূলত র ও স এর সংক্ষিপ্ত রূপ।                      

 

 

👉বিসর্গ সন্ধি দুই প্রকার।

 

১. র -জাত বিসর্গ।

২.স- জাত বিসর্গ।

                               বিসর্গ সন্ধি দুই ভাবে হয়।

১.বিসর্গ+স্বরবর্ণ

২.বিসর্গ+ব্যঞ্জনবর্ণ

🙋আমরা খুব সংক্ষেপে শুধু একটা টেকনিকের মাধ্যমে  বিসর্গ সন্ধি শেখার চেষ্টা করব ।

টেকনিকটি হলো  তিন সরাও

 

ব্যঞ্জন সন্ধি কাকে বলে ?

 

💢সরাও শব্দটির মধ্যে তিনটি বর্ণ  রয়েছে- (স ,র,ও) এটকে  বাদ বা সরিয়ে ফেলতে হবে।

এখানে,

স= স,ষ,শ

র= র, রেফ

ও= ,ো – কার

অর্থাৎ স= স,ষ,শ / র= র, রেফ / ও= ো – কার সরিয়ে দিয়ে এই স্থলে ঃ হবে।

যেমন-


আরো দেখুন

                           স= স,ষ,শ  সরিয়ে এদের স্থানে ঃ হবে।

নিশ্চয়= নিশ + চয়। শ- বাদ দিয়ে ঃ হবে অর্থাৎ

১.নিশ্চয়= নিঃ + চয়।

এই ভাবে,

২.শিরশ্ছেদ= শিরশ+ছেদ= শ- বাদ দিয়ে হবে = শিরঃ + ছেদ

৩.ধনুষ্টঙ্কার= ধনুষ + টঙ্কার= ষ- বাদ দিয়ে হবে = ধনুঃ + টঙ্কার

৪.নিষ্ঠুর =নিষ+ঠুর= ষ- বাদ দিয়ে হবে = নিঃ+ঠুর

৫.দুস্তর= দুস +তর = স- বাদ দিয়ে হবে = দুঃ +তর

৬.নমস্কার=নমস+কার = স- বাদ দিয়ে হবে = নমঃ+কার

৭.পদস্খলন= পদস+খলন = স- বাদ দিয়ে হবে = পদঃ+খলন

৮.নিষ্কর=নিস+কর = ষ- বাদ দিয়ে হবে = নিঃ+কর

৯.দুষ্কর= দুষ+কর= ষ- বাদ দিয়ে হবে = দুঃ+কর

১০.পুরস্কার=পুস+কার= স- বাদ দিয়ে হবে = পুঃ+কার

১১.মনস্কামনা= মনস+কামনা= স- বাদ দিয়ে হবে = মনঃ+কামনা

১২. চতুষ্পদ= চতুষ+পদ= ষ- বাদ দিয়ে হবে = চতুঃ+পদ

১৩.নিষ্ফল = নিষ+ফল= ষ- বাদ দিয়ে হবে = নিঃ+ফল

১৪.নিষ্পাপ= নিষ+পাপ= ষ- বাদ দিয়ে হবে = নিঃ+পাপ

১৫.দুষ্প্রাপ্য=দুষ+প্রাপ্য=ষ- বাদ দিয়ে হবে = দুঃ+প্রাপ্য

১৬.বহিস্কৃত=বহিস+কৃত= স- বাদ দিয়ে হবে = বহিঃ+কৃত

১৭.দুষ্কৃতি= দুস+কৃতি= স- বাদ দিয়ে হবে = দুঃ+কৃতি

১৮.আবিস্কার= আবিস +কার= ষ- বাদ দিয়ে হবে = আবিঃ+কার

১৯.চতুষ্কোণ=চতুষ+কোণ= ষ- বাদ দিয়ে হবে = চতঃ+কোণ

২০.বাচস্পতি=বাচস+ পতি =স- বাদ দিয়ে হবে = বাচঃ+পতি

২১.ভাস্কর=ভাস+কর =স- বাদ দিয়ে হবে = ভাঃ+কর

 

আরো দেখুন

র= র, রেফ বাদ দিয়ে ঃ হবে।

১.অর্ন্তগত=অন্তর+গত =র- বাদ দিয়ে হবে = অন্তঃ+গত

২.অর্ন্তধান= অন্তর+ধান= র- বাদ দিয়ে হবে = অন্তঃ+ধান

৩.পুনরায়=পুনর+আয়= র- বাদ দিয়ে হবে = পুনঃ+আয়

৪.পুনরুক্ত=পুনর+উক্ত= র- বাদ দিয়ে হবে = পুনঃ+উক্ত

৫.অহরহ=অহর+অহ= র- বাদ দিয়ে হবে = অহঃ+অহ

৬. পুনর্জন্ম =পুনর+জন্ম= র- বাদ দিয়ে হবে = পুনঃ+জন্ম

৭. পুনর্বার= পুনর+বার= র- বাদ দিয়ে হবে = পুনঃ+বার

৮. প্রাতরুত্থান=প্রাতুর+উত্থান =র- বাদ দিয়ে হবে = প্রাতুঃ+উত্থান

৯.অর্ন্তভুক্ত=অন্তর+ভুক্ত= র- বাদ দিয়ে হবে = অন্তঃ+ভুক্ত

১০.পুনরপি=পুনর+উপি= র- বাদ দিয়ে হবে = পুনঃ+উপি

১১.অন্তবর্তী= অন্তর+বর্তী= র- বাদ দিয়ে হবে = অন্তঃ+বর্তী

১২.নিরাকার= নির+আকার= র- বাদ দিয়ে হবে = নিঃ+আকার

১৩. আশীর্বাদ= আশীর+বাদ= র- বাদ দিয়ে হবে = আশীঃ+বাদ

১৪. দুর্যোগ= দুর+যোগ= র- বাদ দিয়ে হবে = দুঃ+যোগ

১৫.জ্যোর্তিময়= জ্যোতির+ময় =  র- বাদ দিয়ে হবে = জ্যোতিঃ+ময়

১৬. প্রার্দুভাব= প্রাদুর+ভাব =  র- বাদ দিয়ে হবে = প্রাদুঃ+ভাব

১৭.র্নিজন=নির+জন=  র- বাদ দিয়ে হবে = নিঃ+জন

১৮.বর্হিগত=বহির+গত= র- বাদ দিয়ে হবে = বহিঃ+গত

১৯. দুর্লোভ=দুর+লভ= র- বাদ দিয়ে হবে = দুঃ+লভ

২০. দুরন্ত=দুর+অন্ত= র- বাদ দিয়ে হবে = দুঃ+অন্ত

২১.অহর্নিশ= অহর+নিশ =র- বাদ দিয়ে হবে = অহঃ+নিশ

২২.নীরব= নীর+রব= র- বাদ দিয়ে হবে = নিঃ+রব   

 (বিসর্গ এর আগে  ি-কার হবে ী –কার নয়)

২৩.নীরস=নীর+রস= র- বাদ দিয়ে হবে = নিঃ+রস   

 (বিসর্গ এর আগে  ি-কার হবে ী –কার নয়)

  আরো দেখুন

ও= ো – কার 

১.ততোধিক= ততো+অধিক=ো- বাদ দিয়ে হবে = ততঃ+অধিক

২.তিরোধান=তিরো+ধান=ো- বাদ দিয়ে হবে = তিরঃ+ধান

৩. মনোরম=মনো+রম=ো- বাদ দিয়ে হবে = মনঃ+রম

৪.মনোহর=মনো+হর=ো- বাদ দিয়ে হবে = মনঃ+হর

৫.তপোবন=তপো+বন=ো- বাদ দিয়ে হবে = তপঃ+বন



শব্দের মধ্যে বিসর্গ থাকলে সেটা পরির্বতন হবে না।

  1. নিঃস্তব্ধ= নিঃ+স্তব্দ
  2. দুঃস্থ= দুঃ+স্থ
  3. নিঃস্মন্দ=নিঃ+স্পন্দ
  4. প্রাতঃকাল=প্রাতঃ+কাল
  5. মনঃকষ্ট=মনঃ+কষ্ট
  6. শিরঃপীড়া=শিরঃ+পীড়া

          

আগামী পর্বে ----------   

১. স্বর সন্ধি।

                                                                        ২. ব্যঞ্জন সন্ধি  

 

প্রশ্ন:-

১.বিসর্গ সন্ধি কাকে বলে? 

উত্তর-বিসর্গের সাথে অর্থাৎ র্  ও স্   এর সাথে স্বরধ্বনি  বা ব্যঞ্জন ধ্বনির যে মিল হয় তাকে  বিসর্গ সন্ধি বলে।

২. বিসর্গ সন্ধি কয় ধরনের? 

উত্তরঃ-বিসর্গ সন্ধি  দুই ধরনের।

৩.শব্দের মধ্যে বিসর্গ থাকলে সন্ধি বিচ্ছেদে কি হয়?

উত্তর:শব্দের মধ্যে বিসর্গ থাকলে সন্ধি বিচ্ছেদে  পরিবর্ত হয় না। 

যেমন:-1.শিরঃপীড়া=শিরঃ+পীড়া  2.নিঃস্তব্ধ= নিঃ+স্তব্দ 

3.দুঃস্থ= দুঃ+স্থনিঃস্মন্দ=নিঃ+স্পন্দ  4.প্রাতঃকাল=প্রাতঃ+কাল 5.মনঃকষ্ট=মনঃ+কষ্ট

৪. বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্গত?

উত্তরঃ-বিসর্গ সন্ধি মূলত ব্যঞ্জন সন্ধির অন্তর্গত।

৫.বিসর্গ সন্ধি কোন ধ্বনি এর সংক্ষিপ্ত রূপ?                    

উত্তর:-বিসর্গ  সন্ধি  র ও স এর সংক্ষিপ্ত রূপ। 

৬.মনঃকষ্ট এর সন্ধি বিচ্ছেদ কি?

উত্তর:-মনঃকষ্ট=মনঃ+কষ্ট

 

১.স্বরসন্ধি মাত্র একটি ছকে। পর্ব -৪

২.সহজ টেকনিকে স্বরসন্ধি। যে কোনো পরীক্ষায় ১০০% কমন। ইনশাল্লাহ।৩.মাত্র একটি ছকে ব্যঞ্জন সন্ধি। যে কোনো পরীক্ষায় ১০০% কমন ।৪.মাত্র একটি শব্দে বির্সগ সন্ধি । যে কোনো পরীক্ষায় ১০০ % কমন।৫.বর্ণ প্রকরণ/ ধ্বণি ও বর্ণ যে কোনো পরীক্ষায় ১০০ % কমন নিশ্চিত।৬.মাত্র একটি শব্দে বির্সগ সন্ধি ....৭.খেলার ছলে স্বর সন্ধি ....৮.ব্যঞ্জন সন্ধি কাকে বলে ? এটা কত প্রকার ও কী কী? বিস্তারিত----

Post a Comment (0)
Previous Post Next Post