3612ed69-29e3-441e-ae49-76566a4b3971 Gerund and Participle

Gerund and Participle

 

 Gerund and Participle

   

Gerund  and  Participle

যে Verb, Subject  এর Number   person অনুযায়ী পরিবতির্ত হয় না , তাকে

     Non-Finite Verb বলে।

    যেমন- 

  1.  He reads more to make a good result.
  2.  Reading is the best way to learn more.
  3.  Faria likes reading.



Non-Finite Verb তিন প্রকার।

👉1. Infinitive

👉2. Gerund

👉3. Participle

Participle (Verb + Adjective)

👉Verb এর যে form একই সাথে Verb ও Adjective এর কাজ করে ,তাকে Participle বলে।

(N.B) Adjective সবসময় Noun  এর আগে ও পরে বসে। Noun কে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর  পাওয়া যায় সেটা Adjective

চলাচল+ ফলাফল= Adjective

চেনার উপায়:-

👉১. চলাচল বা চলমান কোনো কিছু বুঝায়।

👉২. ফলাফল বুঝাবে।

Participle তিন ধরণের।

1.Present participle.

  (চলাচল Continuous বা চলমান)

2.Past participle. 

(ফলাফল বুঝাবে।)

3.Perfect Participle.

1.Present participle. ( Verb+ing)

 👉Verb এর Present form এর সাথে ing যুক্ত হয়ে Present participle   হয়।

বাংলায় মান ,অন্ত  এবং ইয়া  প্রত্যয় যুক্ত হয়।

 

যেমন:-

👉1.A rolling stone gathers no moss. (চলাচল বা চলমান)

চলন্ত/ ঘূণর্য়মান পাথরে ময়লা ধরে না।


👉2.Don’t try to get into a running train. (চলাচল বা চলমান)

চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করো না।


👉3.A blooming flower is beautiful to look at.  (চলাচল বা চলমান)

ফুটন্ত গোলাপ ফুল দেখতে সুন্দর।


(N.B)  Rolling, running, blooming  দ্বারা  চলমান বা Continuous কোনো  কিছু  বুঝায়।


👉4. I am walking

( Continuous Tense)


👉5. He is doing. 

( Continuous Tense)


👉6. I am playing. 

( Continuous Tense)


👉7.Education is enlightening. 

( Continuous Tense)


👉8. Playing cricket, he spent much time. .  (চলাচল বা চলমান)


👉9. Walking along the road, the old man is tired. .  (চলাচল বা চলমান)


👉10.They went away laughing. .  (চলাচল বা চলমান)


👉11. I was walking in the field. ( Continuous Tense)


(N.B)  am walking, is doing, am playing, was walking গুলো  Verb phrase . সাহায্য  কারি Verb এবং মূল Verb এর যে কোনো  রুপকে Verb phrase   বলা হয়।

 

Past participle (ফলাফল বুঝাবে।)


👉Verb এর Past form বা (Verb+2) কে  Past participle বলা   হয়। সংশ্লিষ্ট Verb টির  কাজ  আগে শেষ  হয়েছে এবং তা Noun  কে Modify করছে বুঝালে Adjective হিসেবে  Past participle ব্যবহ্রত হয়।


(N.B) Past participle দ্বারা  ফলাফল  বুঝায়।

👉যেমন:-


👉1.This is a faded rose. ফলাফল (কেমন rose)


👉2.The insured ( boy returned home without a prize. ফলাফল( কেমন boy)


👉3. I have broken (ভাঙ্গা) the glass. ফলাফল ( কেমন the glass)


👉4.Driven(চালিত) by hunger ,he stole a piece of bread. ফলাফল


(N.B)  faded, insured, broken ,Driven ,দ্বারা  ফলাফল বুঝায়। তাই এই গুলো  Past participle.


 

Perfect Participle ( have+v3)

👉Verb এর past participle / v3 এরে আগে having/being যুক্ত করে Perfect Participle গঠন করা হয়।


(N.B)  কোনো বাক্যের মধ্যে having/being + v3 থাকলেই সেটা Perfect Participle হবে।


যেমন:-

👉1.Heaving taken their dinner, the girls sat down to watch televition.


👉2.Having rested a while, we continued our journey.


👉3.The sun having risen, the fog dispersed.


👉4.The weather being fine, I went out.


👉5.The match being over , they left the place.


👉6.Being tired ,he rested for a while.


👉7.Having risen from bed, he came out of the room.


👉8. The sen having risen, we began our march.

       

 বিশেষভাবে মনে রাখবেন-


👉Noun এর আগে বা পরে Adjective বসে। (Adjective+ Noun+ Adjective)


👉Adjective এর আগে বা পরে  Adverb  বসে।(Adverb+ Adjective + Adverb )


👉Adverb এর আগে বা পরে Adverb বসে।(Adverb+ Adverb + Adverb )

যেমন-


👉I am sorry to disturb you.

 এখানে sorry হলো Adjective এবং  to disturb you. হলো Adverb.


👉I am very happy to see you.

এখানে  Very হলো Adverb এবং happy হলো  Adjective আর  to see you.                হলো Adverb.


👉He walks very fast.

এখানে  Very ও fast. হলো   Adverb.


💟 Next- Modal verb এর বিস্তারিত।

💟 Previous:-


1.Infinitive , Gerund , Participle

2.Auxiliary Verb এর Exceptional discussion

3.Verb কাকে বলে ,কত প্রকার ও কি কি ? বিস্তারিত--

4.Object ও Cognate Object কাকে বলে? Object এর প্রকার এবং ব্যবহার।

5.Subject and Predicate কাকে বলে? এর বিস্তারিত ।

6.Word ও syllable কাকে বলে? কত প্রকার ও কি কি?

7.Letter, Vowel, Consonant ও Semi Vowel, এর বিস্তারিত বর্ণনা।




Post a Comment (0)
Previous Post Next Post