3612ed69-29e3-441e-ae49-76566a4b3971 ধ্বনি ও বর্ণ নিয়ে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা ৬০ টি প্রশ্ন। যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন আসবেই।

ধ্বনি ও বর্ণ নিয়ে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা ৬০ টি প্রশ্ন। যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন আসবেই।

ধ্বনি ও বর্ণ নিয়ে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা ৬০ টি  প্রশ্ন। যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন আসবেই।


ধ্বনি ও বর্ণ

ধ্বনি ও বর্ণ নিয়ে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা ৫০ টি  প্রশ্ন। যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন আসবেই।


১. উচ্চারণের একক কে কি বলা হয়? 

উত্তর : ধ্বনি 

২. ভাষার ক্ষুদ্রতম একক কি? 

উত্তর : ধ্বনি 

৩. নিচের কোনটি বাক যন্ত্রের অংশ নয়? 

(ক) নাক ( খ) কন্ঠ (গ) জিহ্বা (ঘ) হাত



৪. ধ্বনি নির্দেশক প্রতিক বা চিহ্নকে কি বলা হয়? 

উত্তর:-বর্ণ 

৫. একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহার হয়? 

উত্তর:- এক 

৬. বর্ণ কিসের প্রতীক? 

উত্তর:-ধ্বনি

বিস্তারিত

 স্বরধ্বনি- হ্রস্বস্বর ও দীর্ঘস্বর- মৌলিক ও যৌগিক স্বরধ্বনি।।Sardhoni- moulic o jaogik Sardhoni।। 

৭. নিঃশ্বাসের একক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে কি বলে?

উত্তর:-অক্ষর 

৮. অক্ষর উচ্চারণের কাল বা পরিমাণকে কি বলে? 

উত্তর:-মাত্রা 

৯. বন্ধন শব্দে কয়টি অক্ষর আছে?

উত্তর:-২ টি ( বন+ ধন)

১০. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 

উত্তর:- ১১ টি

১১. স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? 

উত্তর:-কার  (১০ টি)

১২. ১১ টি স্বরবর্ণের মধ্যে কয়টিতে সংক্ষিপ্ত রূপ আছে?

উত্তর:- ১০ টি নেই -অ

১৩. আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহারিত হয়? 

উত্তর:- ৪৫ টি।

১৪. বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বর ধ্বনি কয়টি?

উত্তর:- ৪ টি


বিস্তারিত-অক্ষর, ধ্বনি ও বর্ণের পার্থক্য ,ধ্বনি ও বর্ণ-২ ।। One tips to learn Dhoni and borno।

১৫. বাংলা স্বরধ্বনিতে দীর্ঘস্বর ধ্বনি কয়টি?

উত্তর:- ৭ টি 

২৮. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? 

উত্তর:- ৫০ টি 

২৯. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? 

উত্তর:- ৮ টি

৩০. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি? 

উত্তর:- ১০ টি 

৩১. বাংলা বর্ণমালা পূর্ণ মাত্রার বর্ণ কতটি? 

উত্তর:- ৩২ টি 

৩২. বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কতটি? 

উত্তর:-২৫ টি 

৩৩. বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে? 

উত্তর:-৫ টি 

৩৪. উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত? 

উত্তর:- ৫ ভাগে

৩৫. বাংলা বর্ণমালায় স্পর্শ বর্ণের সংখ্যা কতটি? 

উত্তর:- ২৫ টি

বিস্তারিত

ভাষা, শব্দ, ধ্বনি ও বর্ণ, বাগযন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা, পর্ব -১।।

৩৬. ক- ধ্বনির উচ্চারণের স্থান কোনটি? 

উত্তর:- কন্ঠ বা জিহ্বা। 

৩৭. চ- ধ্বনির উচ্চারণের স্থান কোনটি? 

উত্তর:- তালব্য বা তালু।

৩৮. কোনগুলো দন্ত ধ্বনি বা বর্ণ? 

উত্তর:- ত,থ,দ,ধ,ন

৩৯. উচ্চারণের স্থান অনুসারে প,ফ,ব,ভ,ম - বর্ণগুলো কি নামে পরিচিত? 

উত্তর:- ওষ্ঠ বর্ণ। 

৪০. কোনগুলো মূর্ধন্য ধ্বনি?

উত্তর:- টি,ঠ,ড,ঢ,ণ

৪১. যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাপে না তাকে কি বলে? 

উত্তর:-অঘোষ ধ্বনি।

৪২. নিচের কোনটি অঘোষ ধ্বনি?

উত্তর:-চ,ছ

৪৩. মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি? 

উত্তর:- ঝ,হ

ভাষা, শব্দ, ধ্বনি ও বর্ণ, বাগযন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা, পর্ব -১।।

৪৪. বর্গের কোন বর্গসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি?

উত্তর:- ২ ও ৪

৪৫. নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? 

উত্তর:- প

৪৬. কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?

উত্তর:-খ,ঝ

৪৭. বাতাস কোনরকম বাধা ছাড়া একই সাথে মুখ ও নাক দিয়ে বেরিয়ে গেলে উচ্চারিত ধ্বনি গুলোকে কি বলে?

উত্তর:- নাসিক্য ধ্বনি 

৪৮. বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিগুলোকে কি বলে? 

উত্তর:-নাসিক্য ধ্বনি।

৪৯. নাসিক্য ধ্বনি কয়টি?

উত্তর:-৫ টি (ঙ,ঞ,না,ণ,ম)

৫০. তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? 

উত্তর:- ঢ় ১ টি 


বিস্তারিতবর্ণ প্রকরণ/ ধ্বণি ও বর্ণ যে কোনো পরীক্ষায় ১০০ % কমন নিশ্চিত।

৫১. তাড়নজাত অল্পপ্রাণ ধ্বনি কোনটি? 

উত্তর:- ড় ১ টি 

৫২. তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কয়টি ও কি কি?

উত্তর:- ২ টি ( ড়,ঢ়)

৫৩. পাসিক ধ্বনি কয়টি ও কি কি?

উত্তর:- ১ টি , ল।

৫৪. শিশ ধ্বনি কয়টি ও কি কি?

উত্তর:- ৩ টি (শ,স,ষ)

৫৫. পরাশ্রয়ী বর্ণ কয়টি ও কি কি? 

উত্তর:- ৩ টি (ঃ,ং,৺)

৫৬. পরীক্ষা শব্দের   ক্ষ  এর মধ্যে যুক্ত বর্ণ হলো----

উত্তর:- ক+ষ

৫৭. বিজ্ঞাণ  শব্দের  যুক্ত বর্ণ হলো----

উত্তর:- জ+ঞ

৫৮. ব্রাহ্মন  শব্দের  যুক্ত বর্ণ হলো----

উত্তর:- হ+ম

৫৯. অপরাহ্ন  শব্দের  যুক্ত বর্ণ হলো----

উত্তর:- হ+ন

৬০. যক্ষ্মা  শব্দের  যুক্ত বর্ণ হলো----

উত্তর:- ক+ষ+ম


আরো দেখুন


১.স্বরসন্ধি মাত্র একটি ছকে। পর্ব -৪

২.সহজ টেকনিকে স্বরসন্ধি। যে কোনো পরীক্ষায় ১০০% কমন। ইনশাল্লাহ।

৩.মাত্র একটি শব্দে বির্সগ সন্ধি । যে কোনো পরীক্ষায় ১০০ % কমন।

৪.ব্যঞ্জন সন্ধি কাকে বলে ? এটা কত প্রকার ও কী কী? বিস্তারিত----
৫.Word ও syllable কাকে বলে? কত প্রকার ও কি কি?
৬.Verb কাকে বলে ,কত প্রকার ও কি কি ? বিস্তারিত--





Post a Comment (0)
Previous Post Next Post